শ্যুটিং করলেন ডিএমপি কমিশনার!

আজ (বুধবার) রাজধানীর তেজগাঁও-এর শ্যুটিং হাউজ কোক স্টুডিওতে ছিলেন ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কমিশনার আফজাল হোসেন! না, কোনও শিল্পী কিংবা নির্মাতাকে হাতে-নাতে ধরতে নয়। তিনি নিজেই একটি সিনেমার শ্যুটিংয়ে অংশ নিলেন এদিন।

‘ঢাকা অ্যাটাক’ ছবিতে ডিএমপি কমিশনার আফজাল হোসেন এবং পরিচালক দীপন (ডানে)পাঠক ভাবতেই পারেন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আবার বদল হলেন কবে? কমিশনার আফজাল হোসেন-ই বা কে? এত বড় পদে থেকে কেনইবা তিনি সিনেমার শ্যুটিংয়ে অংশ নিলেন...ইত্যাদি।

এসব প্রশ্নের জবাব মিলেছে পরিচালক দীপঙ্কর দীপনের কাছ থেকে। যিনি নির্মাণ করছেন ‘ঢাকা অ্যাটাক’ নামের একটি ছবি। আর এতে ডিএমপি কমিশনারের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আফজাল হোসেন। দীপন জানান, ‘এখানে আফজাল ভাই ডিএমপি কমিশনার হিসেবে আজই (বুধবার) প্রথম শ্যুটিংয়ে অংশ নিলেন। কমিশনার হিসেবে তাকে পুলিশি পোশাকে দারুণ মানিয়েছে। আর অভিনয়ের কথা নাইবা বললাম।

এদিকে আফজাল হোসেন জানান, তিনি টানা ৩০ বছর পর চলচ্চিত্রে ফিরেছেন ‘ঢাকা অ্যাটাকে’র মধ্য দিয়ে।
ছবির গল্পে দেখা যাবে, ঢাকা শহর যখন বড় একটি সমস্যার মুখোমুখি, তখন তিনি পুলিশ কন্ট্রোলরুমে বসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন নিজ দক্ষতায়। এমনই কয়েকটি দৃশ্যের কাজ হয়েছে বুধবার কোক স্টুডিওতে।
নন্দিত অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন ছাড়াও ‘ঢাকা অ্যাটাক’-এ অভিনয় করছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, শতাব্দী ওয়াদুদ, নওশাবা প্রমুখ। কোক স্টুডিওতে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে ছবিটির দৃশ্যধারণ।

ছবিটির জন্য এরইমধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের অরিজিৎ সিং।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ এর কাহিনি লিখেছেন সানি সানোয়ার। শ্যুটিং শুরু হয়েছে ১০ জানুয়ারি থেকে। ঢাকা পুলিশ পরিবার ও ফ্ল্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি নির্মিত হচ্ছে।

/এমএম/