পরিবেশ রক্ষায় জ্যোতির বিজ্ঞাপন

‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’- এই প্রতিপাদ্য ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখার লক্ষ্যে দেশব্যাপী ১ কোটি বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সেই কর্মসূচি প্রচারণার লক্ষ্যে বন অধিদফতর নির্মাণ করলো ১ মিনিটের একটি বিজ্ঞাপনচিত্র। আর এতে মডেল হিসেবে কাজ করলেন প্রকৃতিপ্রেমী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

ফাহিম মালেক ইভানের পরিচালনায় সম্প্রতি কুয়াকাটা অঞ্চলে এর শুটিং হয়।

জ্যোতি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় রাখার জন্য এই উদ্যোগ। বন মন্ত্রণালয়ের এমন উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। কারণ দুটোই আমার প্রিয় বিষয়; বঙ্গবন্ধু ও বনায়ন। সেই কাজের অংশীদার হয়ে আমি মুগ্ধ।’

জ্যোতি জানান, শিগগিরই বিজ্ঞাপনচিত্রটি সম্প্রচার শুরু হবে দেশের সব টিভি চ্যানেলে।

এদিকে অভিনয় ও প্রযোজনার বাইরে মহামারির প্রায় পুরোটাজুড়েই জ্যোতিকা জ্যোতি ব্যস্ত সময় পার করছেন কৃষিপণ্য উৎপাদন ও বিপণন কাজে। এর জন্য তিনি গড়ে তুলেছেন খনা অর্গানিক নামের প্রতিষ্ঠানও।