নওয়াজুদ্দিনের ডিকশনারিতে সুপারস্টারের অর্থটা অন্যরকম

বলিউডে নওয়াজুদ্দিন সিদ্দিকি এখন শক্তিশালী নাম। তার কথা শুনলেই বোঝা যায় কতটা পরিশ্রম করে এতদূর এসেছেন। তবে সাফল্য নামের সোনার হরিণ এত সহজে ধরা পড়েনি। লড়াই চালিয়ে যেতে হয়েছিল অনেকদিন।

সম্প্রতি নেটফ্লিক্সের কমেডি ফিল্ম ‘সিরিয়াস ম্যান’-এ অভিনয় করে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে এককভাবে সেরা অভিনেতা বিভাগে নির্বাচিত হয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। ২০১০ সালে মানু জোসেফের ‘সিরিয়াস ম্যান’ উপন্যাস অবলম্বনে ছবিটির পরিচালক সুধীর মিশ্র। এই ছবির হাত ধরে সমাজের জাতিভেদ প্রথার বিরুদ্ধে বার্তা দিতে চেয়েছিলেন পরিচালক। এ জন্য মুম্বাইয়ের যুক্তরাষ্ট্রের কনস্যুলেট নওয়াজুদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইটও করেছে।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন বলেছেন, অন্যদের মতো সুপারস্টারডম অর্জন করা তার কাছে সাফল্য নয়। স্বীকৃতি সম্পর্কে বলতে গিয়ে নওয়াজুদ্দিন বলেন, ‘তিনি খুশি যে তার অভিনীত চলচ্চিত্র বুসানেও যাচ্ছে (মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’)’।

একই উৎসবে যাচ্ছে অপর্ণা সেনের ‘দ্য রেপিস্ট’ও। মজার বিষয় হলো, এই ছবির একটি চরিত্রেও তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল।

‘একটি ইংরেজি ফিচার ফিল্ম আমার জন্য সাফল্যের মানদণ্ড নয়। কিছু লোক মনে করে যে বাড়ি কেনা সাফল্য। কারও মতে, সিনেমায় কাজ পাওয়াটাও সাফল্য। অন্যদের কাছে সুপারস্টারডম অর্জন করাই আসল সফলতা। আমার কাছে একটি দৃশ্য ঠিকঠাক পর্দায় তুলে ধরাটাই আসল কাজ’- জানালেন নওয়াজ।

নওয়াজুদ্দিন কিছুদিন ধরে লন্ডনে আছেন। সেখানে চলছে ‘হিরোপান্তি-টু’ এর শুটিং। যে ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে।
 

সূত্র: হিন্দুস্তান টাইমস