জীবনানন্দের ‘জীবন’ আর বনলতার ‘লতা’ নিয়ে স্বল্পদৈর্ঘ্য

নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বনলতা’। নামেই আভাস মেলে, এতে কবি জীবনানন্দ দাশের ছায়া পড়েছে গাঢ়। আরেকটু স্পষ্ট হওয়া যায় প্রধান দুটি চরিত্রের নাম শুনলে। জীবন ও লতা! 

স্পষ্ট, নির্মাতা এখানে তুলে এনেছেন জীবনানন্দের ‘জীবন’ আর বনলতা থেকে ‘লতা’কে! তাতে জীবন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান আর লতা চরিত্রে সিনথিয়া ইয়াসমিন। 

বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য আই থিয়েটারের ব্যানারে এটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার।

উত্তরার আপনঘর শুটিং হাউজ, দিয়াবাড়ী, ধানমন্ডি মডেল থানা, ৩২ নম্বর ও ২৮ নম্বর রোডে শুটিং শেষ হলো সম্প্রতি। এখন সম্পাদনার টেবিলে। সঙ্গে আবহসংগীত তৈরি করছেন আহমেদ সৌরিন। গানে কণ্ঠ দিয়েছেন সেঁওতি। 

নির্মাতা বলেন, ‘জীবনানন্দ দাশের বনলতাকে ভেঙে এই সময়ের ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি। এই শহরের যাপিত জীবন ও সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে এবং সেটি কমিয়ে আনার গল্প বলেছি নতুন বনলতাকে দিয়ে।’  

আসছে জানুয়ারিতে অনুষ্ঠেয় বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ছাড়াও ‘বনলতা’ যাওয়ার কথা রয়েছে বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল, রেইনবো ফিল্ম ফেস্টিভাল, লন্ডন এবং বার্লিন ফিল্ম ফেস্টিভালে। 

চলচ্চিত্র উৎসবগুলো ঘুরে আসার পর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে এটি মুক্তি পাবে বলেন জানান নির্মাতা ইভান মনোয়ার।