বেহুলা হলেন ‘মনপুরা’-খ্যাত ফারহানা মিলি!

বেহুলা দরিদ্র ঘরের মেয়ে। দুর্গাপুর গ্রামের জোতদার কাশিনাথের ছেলে রামনাথের সঙ্গে তার বিয়ে হয়। বাসরঘরে হঠাৎ রামনাথ পাগলামি শুরু করে। বেহুলা ভয় পেয়ে যায়। 

এমন এক রহস্যময় গল্প নিয়ে নির্মিত হলো শারদীয় দুর্গাপূজা উৎসবের বিশেষ নাটক ‘বেহুলা পরম্পরা’। আর এতে বেহুলা চরিত্রে অভিনয় করেছেন ‘মনপুরা’-খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি।

স্বাধীন শাহ’র রচনা এবং বর্ণ নাথের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন এফএস নাঈম, শহীদুল্লাহ সবুজ, শিল্পী সরকার অপুসহ অনেকে। 

নির্মাতা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ (১৫ অক্টোবর) বিজয়া দশমীর রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।