২৯ জানুয়ারি নিরব-তানহা’র অভিষেক

২৯ জানুয়ারি রূপালি পর্দায় অভিষেক ঘটছে নিরব-তানহা জুটির। রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ ছবিটি মুক্তি পাচ্ছে এদিন। ইতোমধ্যে ইউটিউবে ছাড়া ছবিটির গানের ভিডিও বেশ দর্শকপ্রিয়তা পায়। বিএফডিসিতে অনুষ্ঠিত প্রিমিয়ার শোতেও বেশ প্রশংশিত গল্প নির্ভর এ ছবিটি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও উপস্থিত ছিলেন ওই প্রিমিয়ারে।  

ছবির গানের একটি দৃশ্যে নিরব-তানহা জুটিপরিচালক জানান, হিন্দু ও মুসলিম পরিবারের গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটির গল্প। যাতে নিরবকে দেখা যাবে মুসলমান ছেলে রুদ্র চরিত্রে। আর হিন্দু মেয়ে নীলাঞ্জনা চরিত্রে দেখা যাবে তানহাকে।

নিরব বলেন, ‘অনেক দিন পর একটা গল্প নির্ভর ছবিতে অভিনয় করেছি। এখানে আমার চরিত্রে উত্থান-পতনের গল্প রয়েছে। আশা করছি দর্শকরা ছবিটি মনে রাখবে। আমার ধারণা বহুদিন পর এদেশের দর্শকেরা একটা গল্পময় ছবি দেখতে পারবে।’

এদিকে এ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটছে তানহার। তিনিবলেন, ‘এটা আমার প্রথম ছবি। প্রত্যাশা অনেক। আমার ক্যারিয়ারে অনেক কিছুই নির্ভর করবে এই ছবির মাধ্যমে। প্রিমিয়ারে প্রশংসা পেয়েছি এখন অপেক্ষায় আছি সাধারণ দর্শকরা কিভাবে নেয় আমাকে।’

ছবিটিতে আরও অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ প্রমূখ। ছবির সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি, বেলাল খান ও ইমরান। গান লিখেছেন জনি হক ও সোমেশ্বর অলি।
ছবিটি প্রযোজনা করেছে ধলেশ্বরী ফিল্মস। নিজের  কাহিনি ও চিত্রনাট্য নিয়ে পরিচালকের এটি প্রথম ছবি।

নিরব-তানহা জুটির অভিষেক/এস/এমএম/