আইয়ুব বাচ্চু স্মরণে পিয়ানো ইনস্ট্রুমেন্টাল (ভিডিও)

দেখতে দেখতে তিন বছর হয়ে গেলো কিংবদন্তি সংগীত স্রষ্টা আইয়ুব বাচ্চু প্রস্থানের। ১৮ অক্টোবর তার তৃতীয় মৃত্যুবার্ষিকী।

দিনটিকে স্মরণ করে ব্যতিক্রম একটি উদ্যোগ নিলো এসিআই মোটরস লিমিটেডের একটি প্রতিষ্ঠান ‘ইয়ামাহা অনলাইন মিউজিক স্কুল’। এই স্কুলের পিয়ানো প্রফেশনাল কোর্সের ৮ জন শিক্ষার্থী প্রয়াত এই তারকার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে একটি ইনস্ট্রুমেন্টাল তৈরি করেছেন।

এসিআই মোটরসের ডিজিএম মো. রোকন সরকার বাংলা ট্রিবিউনকে জানান, আইয়ুব বাচ্চুর বিখ্যাত গান ‌‌‘সেই তুমি’র একটি সম্মিলিত পিয়ানো ইনস্ট্রুমেন্টাল তৈরি করেছেন এই স্কুলের শিক্ষার্থীরা। যা প্রকাশ হলো ১৭ অক্টোবর সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেইজ ‘ইয়ামাহা মিউজিক বাংলাদেশ’-এর মাধ্যমে।

ইয়ামাহা মিউজিক স্কুল অনলাইনে কয়েক বছর ধরে বাংলাদেশের অভিজ্ঞতাসম্পন্ন মিউজিশিয়ানদের সাথে নিয়ে পিয়ানো, গিটারসহ বেশ কিছু কোর্স সাফল্যের সঙ্গে পরিচালনা করছে।