১৪ শর্তে আরিয়ানের জামিন, সঙ্গে শাহরুখের নতুন সিদ্ধান্ত!

২৮ দিন পর নিজ বাসা মান্নাতে ফিরেছে শাহরুখপুত্র আরিয়ান খান। তার ফেরাতে উৎসব চারদিক। তবে স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। কারণ মুক্তি পেলেও ১৪টি শর্ত জুড়ে দিয়েছে আদালত। এছাড়া পাপারাজ্জিদের ভিড় তো থাকছেই। তাই আরিয়ানকে নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছেন বাবা শাহরুখ খান।  

তার ইচ্ছে মতেই, এখন বেশ কিছু দিন মান্নাতের বাইরে পা রাখবেন না আরিয়ান। এমনই জানিয়েছেন শাহরুখের ব্যবস্থাপক পূজা দাদলানি। অর্থাৎ আইনি বন্দিদশা ঘুচলেও আপাতত চার দেওয়ালের ঘেরাটোপেই দিন কাটবে শাহরুখপুত্রের।

খান পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তির কথায়, ‘বাড়ির বাইরে এখন চিত্রগ্রাহকেরা থাকবেন। তাই আরিয়ান এখন বেরোবে না।’

অন্যদিকে, মাদক মামলায় জামিন নিতে ১৪টি শর্ত মানতে হচ্ছে আরিয়ানকে। সেগুলোর মধ্যে অন্যতম- আদালতে পাসপোর্ট জমা রাখা ও পুলিশকে না জানিয়ে মুম্বাই ছাড়তে পারবেন না আরিয়ান খান। এছাড়াও প্রতি শুক্রবার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিতে হবে তাকে। অনুমতি ছাড়া দেশও ছাড়তে পারবেন না আরিয়ান। এমনকি বন্ধু আরবাজ বা মিডিয়ার সঙ্গেও কথা বলতে পারবেন না তিনি। তদন্তের স্বার্থে যখন ডাকা হবে, তখনই এনসিবি অফিসে যেতে হবে। শর্তের কোনোটি লঙ্ঘন হলেই জামিন বাতিল হবে আরিয়ানের।

জেলগেটে আরিয়ান, মান্নাতের সামনে ভক্তরাউল্লেখ্য, ২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরি থেকে মাদকসহ আটক হন আরিয়ান খান। এরপর রিমান্ড শেষে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে। আজ (৩০ অক্টোবর) জামিনে ফিরলেন নিজ বাসা মান্নাতে।

সূত্র: এনডিটিভি