শুরু হচ্ছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব

আজ (৫ নভেম্বর) শুরু হচ্ছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব। বরেণ্য এ অভিনেতা, নির্দেশক, নাট্যকার ও নাট্য শিক্ষকের ১৯তম প্রয়াণ দিবস স্মরণে প্রতিবারের মতো এ বছরও ‘ব্যতিক্রম নাট্যগোষ্ঠী’ আয়োজন করতে যাচ্ছে অনুষ্ঠান।

আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় থিয়েটার আর্ট ইউনিটের আলোচিত নাটক ‘কোর্ট মার্শাল’ মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হবে উৎসবটি।

ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর দলীয় প্রধান সৈয়দা নওশীন ইসলাম দিশা জানান, এবার সৈয়দ মহিদুল ইসলামের নামে প্রবর্তিত নাট্য পদক পাচ্ছেন অভিনেতা-নাট্যজন তারিক আনাম খান। আর মঞ্চবন্ধু পদক পাচ্ছেন অলোক বসু, সেলিম মাহবুব, শাহাদাৎ হোসেন নিপু, তানভীন সুইটি ও আহাম্মেদ গিয়াস।

যৌথ সম্মাননা পাচ্ছেন অরিন্দম নাট্য সম্প্রদায় চট্টগ্রামের মুনীর হেলাল ও সাবিরা সুলতানা বীণা, ওমর সানী ও মৌসুমী, কিসসা কাহিনীর মোহাম্মদ জসীম উদ্দিন ও এনামতারা সাকী, তাড়ুয়ার বাকার বকুল ও রুনা কাঞ্চন।

১২ নভেম্বর পর্যন্ত চলা এ উৎসবের জন্য শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাট্যচক্রের ‘একা এক নারী’, ব্যতিক্রমের ‘পাখি’, সংলাপ গ্রুপ থিয়েটারের ‘বোধ’, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘চম্পাবতী’, নান্দিমুখের (চট্টগ্রাম) ‘তবুও মানুষ’, প্রাঙ্গণেমারের ‘কনডেম সেল’ ও লোক নাট্যদলের ‘সোনাই মাধব’ নাটক।