লাইফ সাপোর্টে থাকা হাসান আরিফের হার্ট অ্যাটাক

চিকিৎসাধীন আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ চরম সংকটপূর্ণ অবস্থায় আছেন। 

আজ (৮ জানুয়ারি) ভোরে লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই তার বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। 

বিষয়টি জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

গোলাম কুদ্দুছ বলেন, ‘হাসান আরিফের অবস্থা ভালো নয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই এ ধরনের হার্ট অ্যাটাক তাকে আরও সংকটে ফেলে দিয়েছে। এটাই বেশি ভাবাচ্ছে। চিকিৎসকরা চেষ্টা করছেন, আমরাও দোয়া করছি।’

তিনি জানান, এর আগে কখনও হার্ট অ্যাটাকের ঘটনা ছিল না। এবারই প্রথম এমনটা হয়েছে হাসান আরিফের।

জানা যায়, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে অসুস্থ ছিলেন হাসান আরিফ। করোনা উপসর্গ থাকায় ২ ডিসেম্বর হাসপাতালে গিয়ে কোভিড টেস্ট করান। এদিনই ফল পজিটিভ আসায় তাকে ভর্তি করা হয়। এরপর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া হয়েছিল লাইফ সাপোর্টও। পরে তাকে অবস্থার কিছুটা উন্নতি হলে সাপোর্ট সরিয়ে নেওয়া হয়। তবে ডিসেম্বরের ২৮ তারিখে আবারও অবস্থার অবনতি হয়। 
  
নতুন করে ফুসফুস সংক্রমিত হওয়ায় তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। বর্তমানে হাসান আরিফ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।