শুরু হচ্ছে ‌‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’

আগামীকাল (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ‌‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’র ২০তম আসর। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে পাঁচ দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ৯ ফাল্গুন থেকে ১৩ ফাল্গুন (২২ থেকে ২৬ ফেব্রুয়ারি) টিএসসি প্রাঙ্গণে।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ১৯টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে চলচ্চিত্র সংসদ। 

আয়োজকরা জানায়, আগামীকাল (২২ ফেব্রুয়ারি) সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’ প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠবে বাংলা ভাষার চলচ্চিত্রের সবথেকে বড় এই উৎসবের। এছাড়াও উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ (দুপুর ১টা), মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ (বিকেল সাড়ে ৩টা) ও আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নুর’ (সন্ধ্যা সাড়ে ৬টা)।

পাঁচ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ‘নোনা জলের কাব্য’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘মুজিব আমার পিতা’, ‘চন্দ্রাবতীর কথা’সহ ১৯টি ধ্রুপদি-সমসাময়িক বাংলা চলচ্চিত্র ও একটি প্রামাণ্যচিত্র। প্রদর্শনীর পাশাপাশি বাংলা চলচ্চিত্রপ্রেমীদের জন্য রয়েছে চলচ্চিত্র কুশলীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও আলোচনায় অংশগ্রহণের সুযোগ। 

প্রসঙ্গত, গত বছর করোনা মহামারির প্রকোপে আয়োজনটি স্থগিত ছিল।