বাজিমাত আলিয়ার, বিশ্বজুড়ে ব্যবসা শত কোটি

নানা বিতর্ক পেরিয়ে সাফল্যের চূড়ায় ঠিকই উঠে গেল আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। এই করোনাকালেও বক্স অফিসে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। মুক্তির দুই সপ্তাহেই বিশ্বজুড়ে ১০০ কোটির ব্যবসা করে দেখালো সঞ্জয়লীলা বানসালির ছবিটি। 

সিনে-সমালোচকদের মন্তব্য, বানসালি-আলিয়া জুটি সুপারহিট। তবে দর্শক-সমালোচকরা ঘুরেফিরে আলিয়া ভাটের অভিনয়ের প্রশংসাতেই ডুবে আছে।

২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। প্রথম সপ্তাহেই সিনে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ভবিষ্যদ্বাণী করে বসেছিলেন যে, এই ছবি দ্বিতীয় সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে পা রাখবে। হলোও তাই। ৪ মার্চ বক্স অফিস হিসেব বলছে, বিশ্বজুড়ে ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। 

উচ্ছ্বসিত আলিয়া ভাটও। কারণ, এই ছবির জন্য নিজেকে পুরো নিংড়ে দিয়েছিলেন তিনি। বিফলে যায়নি সেই কঠোর শ্রম। প্রেক্ষাগৃহে ফেরত দর্শকরা ফিরিয়ে দিয়েছেন ভালবাসা।

শনিবার (৫ মার্চ) সকালেই এই সুখবর জানানো হয়েছে বানসালির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। ২ সপ্তাহে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ বিশ্বজুড়ে ব্যবসা করেছে মোট ১০৮. ৩ কোটি টাকার। দর্শকদের এমন ভালবাসা আর সমর্থনের জন্য পাল্টা ধন্যবাদও জানিয়েছেন তারা।

অতিমারির কোপে মাসখানেক পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল চললেও সম্প্রতি, সেই নিষেধাজ্ঞা শিথিল করে দিয়েছে মহারাষ্ট্র ও দিল্লি সরকার। আর সেই প্রেক্ষিতেই এবার ‘গাঙ্গুবাই’য়ের ব্যবসা আরও দ্বিগুণ হতে পারে বলে আশাবাদী বলিউড বাণিজ্য বিশ্লেষকরা।

মহামারির আগে বলিউডের যে সিনেমাগুলো ভালো ব্যবসা করেছে, তার একটা তালিকা দিয়েছেন তরণ আদর্শ। দিওয়ালি উপলক্ষে রিলিজ করা ‘সূর্যবংশী’ বক্স অফিসে মোট আয় করেছে ১২০.৬৬ কোটি। রণবীর সিং অভিনীত ‘৮৩’-র আয় ৭১.৮৭ কোটি। সেই তালিকায় এবার প্রবেশ করলো ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-ও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhansali Productions (@bhansaliproductions)

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস