নিপুণের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

আজ ঐতিহাসিক ৭ মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া অবিস্মরণীয় ভাষণকে কেন্দ্র করে দিনটিকে পালন করছে বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ। 

এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। চিত্রনায়িকা নিপুণ আক্তার, শাহনূর, অরুণ সরকার রানা, মুনা চৌধুরীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।

নিপুণ জানান, জাতির দিক নির্দেশকারী এই দিনকে স্মরণ ও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে তারা এই বিশেষ কর্মসূচিতে অংশ নিয়েছেন।ফুলেল শ্রদ্ধাঞ্জলি

এদিকে, গত বছরের এপ্রিলে অভিনেত্রী কবরী মারা গেলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতির পদটি শূন্য হয়েছিল। পরে এর নেতৃত্বে আসেন চিত্রনায়ক আলমগীর। তিনি উপস্থিত না থাকায় নিপুণসহ অন্যান্যদের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো।

অন্যদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে আলোচনায় আছেন এই চিত্রনায়িকা। সাধারণ সম্পাদকের পদটি নিয়ে তার ও জায়েদ খানের মধ্যে চলছে আইনি লড়াই। বর্তমানে চার সপ্তাহের জন্য পদটির স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত।