চ্যানেল নাইনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী

দেশের প্রথম জেনারেল এন্টারটেইনমেন্ট টেলিভিশন ‘চ্যানেল নাইন’-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। ২০১২ সালের এই দিনে(৩০ জানুয়ারি) চ্যানেলটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে।
প্রথম দিকেই বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট প্রচারের মধ্য দিয়ে চ্যানেলটি রাতারাতি পৌঁছে যায় জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে। বিপিএল ছাড়াও দেশীয় এবং আন্তর্জাতিক বেশ কয়েকটি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট সম্প্রচার করে দারুণ প্রশংসা কুড়ায় চ্যানেল নাইন কর্তৃপক্ষ।
খেলার পাশাপাশি নানামাত্রিক বিনোদনমূলক অনুষ্ঠান এবং নাটকও সম্প্রচার করে আসছে চ্যানেলটি। গেল চার বছরে টিভিপর্দায় সফল পদচারণার পাশাপাশি চ্যানেল নাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মাণ হয়েছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় শুভ-পূর্ণিমা অভিনীত ‘ছায়া-ছবি’ শীর্ষক এ চলচ্চিত্রটি অনির্দিষ্ট কারণে মুক্তির মিছিলে গেল তিন বছর আটকে আছে।
চ্যানেল নাইনের বর্ষপূর্তিতে বাংলা ট্রিবিউনরে পক্ষ থেকে অনেক শুভেচ্ছা।
/এমএম/