১৪ এপ্রিল রণবীর-আলিয়ার বিয়ে!

অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যেই শুভ কাজটা সেরে ফেলছেন রণবীর-আলিয়া। বলিউডের একটা সূত্র বলছে ১৭ এপ্রিল বিয়ে করবেন। তবে সবশেষ জানা গেল- ১৭ নয়, এটি ১৪ এপ্রিল। সেদিনই তারা সাতপাকে বাঁধা পড়বেন। 

বিশেষ করে ভারতীয় সিনে ম্যাগাজিন ফিল্মফেয়ার বিষয়টি জোরালোভাবে দাবি করছে।

তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই যে বলিউডের কাপুর ও ভাট পরিবারে বিয়ের সানাই বাজবে তা কার্যত পাক্কা। 

বলি পাড়ার খবর, রণবীর-আলিয়ার বিয়ে উপলক্ষে সেজে উঠছে চেম্বুরে পরিবারের ঐতিহ্যবাহী আরকে বাংলো এবং লাগোয়া বিরাট লন। সেখানেই হবে বিয়ের আয়োজন। পাঞ্জাবি রীতি মেনে বিয়ের নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেখানেই। শোনা যাচ্ছে, রণবীরের প্রিয় বন্ধু অয়ন মুখোপাধ্যায় এবং করণ জোহর তো বটেই বিয়ের অনুষ্ঠানে সামিল হবেন বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, ডিজাইনার মাসাবা গুপ্তা, মণীশ মালহোত্রারাও। রণবীরের চাচাতো বোন কারিনা, কারিশমা, সাইফ আলি খানও হাজির থাকবেন বিয়ের অনুষ্ঠানে। এমনকি কাপুর ও ভাট পরিবারের সব তারকাই হাজির থাকবেন নবদম্পতিকে আশীর্বাদ দিতে। 

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বিয়ের পর্ব শেষ করার পর ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করবেন নবদম্পতি। সেই রিসেপশনের আমন্ত্রণ পৌঁছেছে রণবীরের প্রাক্তন দীপিকা পাড়ুকোন ও তার স্বামী রণবীর সিংয়ের কাছেও। তবে রণবীর কাপুরের অপর এক্স ক্যাটরিনাকে বিয়ের অনুষ্ঠানে ডাকবেন না, এমনটাই শোনা যাচ্ছে। যদিও আলিয়ার সঙ্গে একটা সময় দারুণ বন্ডিং ছিল ক্যাটের। 

উল্লেখ্য, করোনা পরিস্থিতি শুরু হওয়ার কারণেই বারবার পিছিয়ে গিয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে। গত বছরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। তবে এবার এপ্রিলকে বেছে নিয়েছেন তারা। কাপুর পরিবারের ঐতিহ্যবাহী বাড়ি আরকে হাউজে চারহাত এক হবে দুই তারকার।

প্রসঙ্গত, রণবীর কাপুরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুরেরও বিয়ে হয় এই বাড়িতেই। 

এদিকে, আলিয়ার ছবি ‘আরআরআর’ আপাতত চলছে সিনেমাহলে। এরপর মুক্তি পাবে রণবীরের সাথে বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’। একইসাথে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র কাজ রয়েছে তার হাতে।

উল্টোদিকে রণবীরকে ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়াও দেখা যাবে ‘শামশেরা’য় বনি কাপুর ও সঞ্জয় দত্তের সাথে। সঙ্গে লাভ রঞ্জনের ‘অ্যানিমেল’ ছবিতে শ্রদ্ধা কাপুরের সাথে।

সূত্র: হিন্দুস্তান টাইমস