রণবীর-আলিয়ার বিয়ের নিরাপত্তায় ড্রোন !

বাংলা নববর্ষের দিনেই (১৪ এপ্রিল) সাতপাকে বাঁধা পড়ছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। দিন কয়েক বাকি; তারপরও কাপুর পরিবারের আরকে স্টুডিও ও রণবীরের বাসা বাস্তুতে সাজসাজ রব।

বিয়ের সময়টাতে যে চারদিকে মচ্ছব পড়ে যাবে, সেটা নিশ্চিত। আর সে কারণেই নিরাপত্তাকে প্রধান্য দিচ্ছে ভাট ও কাপুর পরিবার। বলা হচ্ছে, হালের সবচেয়ে নিরাপত্তাবেষ্টিত বিয়ে হতে যাচ্ছে এটা। 

প্রশাসন তো বটেই, যেখানে মাঠে থাকবে ২০০ বিশাল দেহী বাউন্সার। নিরাপত্তায় রাখা হবে না কোনও ফাঁকফোকর। ওড়ানো হবে ড্রোন। সেটা দিয়েই নিশ্ছিদ্র পাহারা দেওয়া হবে। 

আলিয়ার ভাই রাহুল ভাট জানিয়েছেন, তিনি নিজেই নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনা করবেন। পেশায় স্বাস্থ্য-প্রশিক্ষক ও অভিনেতা রাহুলের ভাষ্য, ‘ড্রোন উড়িয়ে আকাশপথেও লাগাতার নজরদারি চলবে। কোনও অবাঞ্ছিত ঘটনা বিয়েতে কাম্য নয়। তাই নিরাপত্তা ব্যবস্থা একটু বেশিই আঁটোসাঁটো। রক্ষীদেরই একাংশ অতিথিদের নিয়ে যাবেন বিয়ের আসরে।’

জানা যায়, দুই পরিবারের সদস্যরা চাইছেন বিশেষভাবে প্রশিক্ষিত রক্ষী। পাশাপাশি হতে হবে ইংরেজি ভাষায় সাবলীল। 

রাহুলের মন্তব্য, ‘ভদ্র, বিনয়ী, ইংরেজিতে কথা বলতে পারা নিরাপত্তারক্ষীরা অগ্রাধিকার পাবেন। তবে, একমাত্র নেশামুক্ত, বুদ্ধিদীপ্ত ব্যক্তিরাই এই কাজে বহাল থাকবেন। একটু কূটনৈতিক জ্ঞান থাকলে ভালো হয়।’

এদিকে, কয়েক দিন ধরেই একের পর এক মরিচবাতিতে সাজছে কাপুর পরিবারের বিভিন্ন স্থাপনা। সাজানো হয়েছে বাস্তু ও আরকে স্টুডিও। 

জানা যায়, আরকে স্টুডিওতে মেহেদি, নাচগান ও একটি ককটেল পার্টির আয়োজন হবে। সেখানে অতিথিদের মশগুল রেখে কড়া পাহারায় বিয়ে সারবেন ‘রণলিয়া’।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া