যে কারণে রণবীর-আলিয়ার বিয়ে পর্ব শুরু ১৩ এপ্রিল

১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। এর আগে ১৩ তারিখ থেকে শুরু হবে তাদের আয়োজন।

আরকে হাউজ থেকে শুরু করে রণবীরের বাস্তু সাজছে। প্রস্তুত ভাট পরিবারও। তবে কেন ১৩ এপ্রিলই তাদের বিয়ে পর্ব শুরু, সেটার পেছনে আছে পারিবারিক ইতিহাস। 

এ জন্য ফিরতে হবে ৪৩টা বছর আগে। আসলে সে বছরের ১৩ এপ্রিলে বাগদান সেরেছিলেন ঋষি কাপুর ও নীতু কাপুর। রণবীরের বাবা-মা। ‘রণলিয়া’র বিয়ে নিয়ে তুমুল হইচইয়ের ফাঁকেই বেরিয়ে এলো এই তথ্য। ফাঁস করলেন নীতুই।

জানা যায়, ঋষি-নীতুর বাগদান হয় ১৯৭৯ সালের ১৩ এপ্রিল। সে দিনের স্মৃতি রোমন্থনে ঋষি-ঘরনি। ইনস্টাগ্রামে আংটি বদলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রিয় স্মৃতি। ৪৩ বছর আগে, ১৯৭৯ সালের ১৩ এপ্রিল আমাদের বাগদান হয়েছিল।’ঋষি-নীতুর আংটিবদল

এত বছর পরে একই দিনে বিয়ের অনুষ্ঠান শুরু করছে তার পরিবার। শোনা যাচ্ছে, ১৩ এপ্রিল থেকে পাঞ্জাবি রীতি মেনে রণবীর ও আলিয়ার গায়ে হলুদ, সংগীত, মেহেন্দি শুরু হবে।

রীতিমাফিক বিয়ের অনুষ্ঠান শুরু করার আগে প্রয়াত ঋষিকে শ্রদ্ধা জানানো হবে। হবে বিশেষ পূজা। বিষয়টি জানিয়েছে, আলিয়ার কাকা রবীন ভাট।

বিয়ের ব্যাপারে সব সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছেন রণবীর-আলিয়া। কিছুটা প্রথা ভেঙেই।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস