ইলিশ মাছ নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র!

জাতীয় মাছ ইলিশ নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির নামও রাখা হয়েছে ‘ইলিশ’।

এটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রাসেল। তিনি এর আগে ‘এনকাউন্টার’ ও ‘জামদানি’ ছবির কাজ শুরু করেছিলেন। দুটি সিনেমাই নির্মিতব্য।

এদিকে এই নির্মাতা নতুন ছবি নিয়ে বলেন, ‘বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। দেশীয় ঐতিহ্য এই সুস্বাদু মাছ সারা পৃথিবীতে সমাদৃত। প্রতিটি বাঙালির তৃপ্তি ও সুস্বাদু এই মাছ শুধু আহারের প্রয়োজনীয়তা ছাড়াও বিভিন্ন উৎসব আনন্দ আয়োজনের অন্যতম একটি উপাদান। আবার পেছনে আছে খেটে খাওয়া মানুষের দুর্দশা, অসাধু সিন্ডিকেট। এসব কিছুই ফুটে উঠবে পর্দায়।’

তিনি জানান, ছবির শিল্পীদের নাম এখন চূড়ান্ত হয়নি। 

অনিরুদ্ধ রাসেলঅন্যদিকে, এই নির্মাতার দুটি ছবির কাজ চলমান। এরমধ্যে শ্যামল মাওলা-শিবা আলির ‘এনকাউন্টার’র কাজ ৪০ শতাংশ হয়েছে। অপর ছবি ‌‘জামদানি’র শুটিংও চলছে। সরকারি অনুদানের এ ছবিতে আছেন জিয়াউল রোশান।

নির্মাতা জানান, ‘জামদানি’ ছবিটির কাজ শেষ করেই ‘ইলিশ’ নির্মাণে হাত দেবেন।