শ্রীজাতের কথায় ঢাকা-কলকাতার প্রেম

বাংলা ভাষার আধুনিক যুগের কবিদের মধ্যে অন্যতম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তার লেখা কবিতায় মুগ্ধ হয়ে আছেন দুই বাংলার অনেকেই। এই কবির লেখা গানে এবার কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ফাল্গুনী সরকার ফাগুন। গানটির শিরোনাম ‌‌‘দুই শহর প্রেম’। 

শ্রীজাত জানান, দুই বাংলার প্রাণের শহর ঢাকা ও কলকাতার প্রেম নিয়ে লেখা হয়েছে গানটি। জয় সরকারের সুর ও সংগীতে গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন ঢাকার নির্মাতা নোমান রবিন।

গানটির শিল্পী-কুশলীদের মাঝে শ্রীজাতশ্রীজাত বলেন, ‘আমার খুব সৌভাগ্য যে এরকম একটা গানে কাজ করতে পারছি। গানটি লিখতে গিয়ে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ঢাকা-কলকাতার কত শত বছরের বোঝাপড়া! কত কত গল্প, কান্না, সুখ, সাহিত্য আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। কাকে ছেড়ে কাকে ধরবো? এটা শুধু একটা গান না, এটা একটা দলিল, একটা ইতিহাস, একটা সংস্কৃতিও বটে।’ 

নির্মাতা নোমান রবিন জানান, দুই শহরের মানুষের ইমোশন উঠে এসেছে এই গানে।

আগামী ১৯ মে গুনগুন মিউজিক নামের ইউটিউব চ্যানেল থেকে ‘দুই শহর প্রেম’ ভিডিওটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন নির্মাতা।