মামানামা– আউট অব দ্য বক্স

ইন্ডিয়ায় আলু কিনতে গেলেও পিআর করে: কান থেকে অনন্ত জলিল

এবারের কান আসরে বাংলাদেশের অংশগ্রহণ বেশ উল্লেখযোগ্য। বাণিজ্যিক শাখায় এবার দেশের তিনটি ছবির বিপণন ও ট্রেলার উন্মোচন হচ্ছে। এরমধ্যে একটি বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’ অন্য দুটি অনন্ত জলিলের ‘দিন- দ্য ডে’ এবং ‘নেত্রী- দ্য লিডার’। আর এই দুটি ছবির সূত্র ধরে ৭৫তম কান আসরে সরাসরি যুক্ত হয়েছেন আরিফিন শুভ-নুসরাত ইমরোজ তিশা এবং অনন্ত জলিল ও বর্ষা।

কান উৎসবে পা ফেলেই ভাইরাল হলেন অনন্ত-বর্ষা। সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা মিলেছে এই দম্পতিকে ঘিরে ছবিয়াল ও সেলফি শিকারিদের ভিড়! যা দেখে মাপা যায়- দূর কান সৈকতেও এই দম্পতির ওজন! যদিও অনেকেই এই ভিডিওর প্রতিক্রিয়ায় বলতে চাইছেন- এটি অনন্ত জলিলের পিআর প্ল্যানের একটি অংশ। মানে নিজেই এমন ফটোশিকারিদের জটলা তৈরি করে ভিডিওটি তৈরি করিয়েছেন।

ঠিক এই বিষয়টি নিয়ে কান সৈকত থেকে সরাসরি ঢাকার বাংলা ট্রিবিউন-এর প্রধান কার্যালয়ের সঙ্গে যুক্ত হন অনন্ত-বর্ষা। কথা বলেন ‘মামানামা- আউট অব দ্য বক্স’-এ মাহমুদ মানজুরের সঙ্গে।

ওই ভিডিও প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘অনেকে যেটা বলছে- এটা রাইট। আই কান্ট ইগনোর দেয়ার কমেন্ট। ইন্ডিয়ায় যেটা করে পিআর। আলু-পটল কিনতে গেলেও পিআর লাগে তাদের। দেখা যাচ্ছে, বাসা থেকে বের হয়ে জিম করতে যাচ্ছে- সেখানেও পিআর আছে। সেটা ভেবেই হয় তো অনেকে আমাদের এই ন্যাচারাল ভিডিওটাকেও পিআর ভাবছেন।’

অনন্ত আরও বলেন, ‘এখানে (কান) থাউজেন্ড অব জার্নালিস্ট। দে অলওয়েজ সার্চিং স্টার। হু ইজ আনান্তা জলিল, হু ইজ বর্ষা, হু ইজ আদার্স কান্ট্রি স্টার- এটা দেখার সময় নেই তাদের। এখানে এআর রাহমান, কমল হাসান, উর্বশিরা হেঁটে যাচ্ছে আমাদের পাশাপাশি। কাউকে অ্যারেঞ্জমেন্ট করার দরকার নেই এখানে।’

ভিডিওর মুহূর্তটি স্মরণ করে বর্ষা যোগ করেন, ‘‘এখানে না এলে আসলে বোঝা যাবে না। তখন স্ট্রিট দিয়ে হাঁটছিলাম। সড়ক বন্ধ। ‘বাহুবলি’র নায়িকা তামান্না, এ আর রহমান, কমল হাসানরা আমাদের পাশেই হেঁটে যাচ্ছেন। অনেক স্টার- যাদের নামও জানি না। ফটোগ্রাফাররা অন্যদের মতো আমাদেরও এসে বলছিলো- কোথা থেকে এসেছো তোমরা? বললাম- বাংলাদেশ। তখন বললো- ইয়া আমরা বুঝতে পেরেছি তোমরাও সুপারস্টার। এই বলে সমানে ছবি তোলা শুরু করলো। এরমধ্যে বাংলাদেশেরও কয়েকজন প্রবাসী ফ্যান পেলাম। তারা এসে সেলফি তুললো। বিষয়টি একেবারেই সরল।’’

কান উৎসবের অভিজ্ঞতা নিয়ে আরও অনেক গল্প করলেন অনন্ত-বর্ষা। যার পুরোটা দেখা যাবে এই লিংকে-

এবারের কান উৎসব অনন্ত-বর্ষার দুটি ছবির ট্রেলার উন্মোচন হচ্ছে আফ্রিকা প্যাভিলিয়নে বৃহস্পতিবার (১৯ মে) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিট থেকে। বিষয়টি নিশ্চিত করলেন ঢাকা থেকে কান উৎসবে অংশ নেওয়া বাংলা ট্রিবিউন প্রতিনিধি জনি হক।   

এদিকে ‘মামানামা- আউট অব দ্য বক্স’-এ যুক্ত হয়ে অনন্ত জলিল এবারের কান উৎসব প্রসঙ্গে বলেন, ‘এখানকার অ্যারেঞ্জমেন্ট আর সিটি এতো সুন্দর। যারা আসছেন তারা দেখছেন। ইটস রিয়েলি গুড ফান সিটি। এভরি কান্ট্রি আর্টিস্ট হিয়ার। ঐশ্বরিয়া-অভিষেকের সঙ্গে গল্প করেছি। ইন্টারন্যাশনাল আর্টিস্টের মেলা। দে নেভার ফিল এনি সাই, দে ডোন্ট হ্যাভ এনি ইগো। এখানে কোনও ভেদাভেদ নেই। ফটোগ্রাফাররা স্টার দেখলে ছুটছে। এখানে হোটেল থেকে বের হলেই তারা বুঝে যায়- এরা সুপারস্টার।’‘দিন- দ্য ডে’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে