বাংলাদেশি ছবিতে ‌‘ক্যাপ্টেন আমেরিকা’ তারকা 

ক্যাপ্টেন আমেরিকা ও অ্যাভেঞ্জার্স তারকা ফ্র্যাঙ্ক গ্রিলোকে এবার দেখা যাবে বাংলাদেশি ছবিতে। ‘মাসুদ রানা: ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত যৌথ প্রযোজনার সিনেমা ‘এমআর-নাইন’-এ অভিনয় করছেন তিনি।

এতে ভিলেন হিসেবে দেখা যাবে তাকে। তার চুক্তি হওয়ার বিষয়টি জানিয়েছে পশ্চিমা গণমাধ্যম ডেডলাইন।

ফ্র্যাঙ্ক আমেরিকান অভিনেতা। তিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। 

বিশেষ করে তার জনপ্রিয়তা বেড়েছে ক্যাপ্টেন আমেরিকা সিরিজে অভিনয়ের মাধ্যমে। 

বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস সিনেমাটি প্রযোজনা করছে। 

বাংলাদেশি জনপ্রিয় গোয়েন্দা সিরিজ মাসুদ রানা নিয়ে ছবিটি নির্মিত। সিনেমার চিত্রনাট্য করেছেন এর পরিচালক আসিফ আকবর, প্রযোজক আব্দুল আজিজ এবং নাজিম উদ দৌলা।

আসিফ আকবর ডেডলাইনকে বলেন, ‘‘যুক্তরাষ্ট্রে এখন ‘এমআর-নাইন ছবির শুটিং চলছে। ফ্র্যাঙ্ক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পর এর কাজ হবে বাংলাদেশে।’’

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে আছেন ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত তারকা এবিএম সুমন। জাজ মাল্টিমিডিয়া জানায়, তিনি গত মাসের শেষ দিকে আমেরিকা গিয়েছেন। টানা শুটিং করছেন।

সূত্র: ডেডলাইন