আট হাত-পায়ের বাচ্চাকে সুস্থ করে আবারও আলোচনায় সনু সুড

আবারও জনহিতকর কাজের জন্য আলোচনায় বলিউড অভিনেতা সনু সুড। এবার ভারতের বিহারের চৌমুখী কুমারীর ত্রাতা হয়ে উঠলেন তিনি। চারটি হাত ও চারটি পা ছিল মেয়েটির।

তার এ অবস্থা দেখে চিকিৎসার দায়িত্ব তুলে নেন নিজ কাঁধে। অস্ত্রোপচারের ব্যবস্থা করে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে দিলেন বলিউড তারকা। শিশু ও সনু

১৯৯৯ সালে তামিল ছবির মাধ্যমে সিনেমার জগতে প্রবেশ করেন সনু। পরে হিন্দি জগতে পা রাখেন ‘শহিদ-এ-আজম’ সিনেমার ভগৎ সিং হয়ে। নায়ক থেকে খলনায়ক- বহু চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তিনি নায়ক হিসেবেই সামনে থাকেন। বিশেষ করে করোনাকালে দুস্থ, অসহায় মানুষের ‘মসিহা’ হয়ে ওঠেন। হাজারও পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন, মানুষের চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছেন। এমনকি সম্প্রতি ইউক্রেন যুদ্ধে আটকে থাকা পড়ুয়াদেরও দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছিলেন অভিনেতা।সদু ও চৌমুখী

এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে চৌমুখীর বিষয়ে জানতে পারেন সুড। জানা যায়, ছোট্ট শিশুকন্যার পেটের কাছ থেকে দু’টি হাত ও দু’টি পা বেরিয়ে ছিল। মা’র শারীরিক জটিলতার কারণেই এমনটা হয়। অস্ত্রোপচার করে তা ঠিক করা সম্ভব। এরপরই অস্ত্রোপচারের ব্যবস্থা করে দেন সনু।হাসপাতালে চৌমুখী

সূত্র: জি নিউজ