কেকের মৃত্যুর পর নজরুল মঞ্চে গাইলেন সনু

গত ৩১ মে ঘটে যায় আকস্মিক এক ঘটনা। কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে গিয়ে মারা যান বলিউডের অসংখ্য জনপ্রিয় গানের গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকে।

বিষয়টি ভীষণ দাগ কেটে যায় ভারতীয়দের। ছড়িয়ে পড়ে প্রিয় শিল্পীকে হারানোর মাতম। এরপর থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা; মুম্বাইয়ের শিল্পীরা আর যাবেন তো কলকাতায়?

তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে আবারও কলকাতার নজরুল মঞ্চে গেলেন বলিউড শিল্পী। গতকাল (২৬ জুন) গাইলেন সনু নিগম। 

তবে কেকের মৃত্যুর পর অনুষ্ঠান আয়োজনে কড়াকড়ি নিয়ম করেছিল প্রশাসন। সেটা মেনেই হলো সবকিছু। 

বাইরে ছিল তিনটি অ্যাম্বুলেন্স আর দমকলের গাড়ি। অনুষ্ঠানস্থলে মাত্রাতিরিক্ত ভিড় না হয়, সে দিকে কড়া নজর ছিল আয়োজকদের। নির্দিষ্ট টিকিটের থেকে বেশি বিক্রিও করা হয়নি। ছিল বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। আর এসবের মাঝে সুষ্ঠভাবে গান গেয়ে যান সনু নিগম। 

প্রসঙ্গত, হিন্দি, তামিল ও বাংলাসহ একাধিক ভাষায় গান গেয়ে কোটি মানুষের হৃদয়ে আসীন বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। ভক্তরা যাকে কেকে নামেই সম্বোধন করেন। ৩০ মে ও ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজের অনুষ্ঠানে গান গেয়েছিলেন কেকে। ৩১ মে মাত্রাতিরিক্ত ভিড় ছিল নজরুল মঞ্চে। খুলে দিতে হয়েছিল অডিটোরিয়ামের দরজা। ফলে এসিগুলো ঠিকঠাক কাজ করছিল না। বারবার ঘাম মুছছিলেন কেকে। মঞ্চের উপরে থাকা লাইটও নিভিয়ে দিতে বলছিলেন। স্টেজ পারফর্ম করার সময় অসুস্থবোধ করেন ৫৪ বছর বয়সী কেকে। হোটেলে ফিরে যাওয়ার পর অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস