সানী-জায়েদের সিনেমা দিয়েই ফিরলেন অভিমানী মৌসুমী

‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি’—গত সপ্তাহে এমন কিছু মন খারাপের কথা শেয়ার করেছিলেন অভিমানী চিত্রনায়িকা মৌসুমী। 

বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়, নিজ বাসার চারদেয়ালে থেকে মৌসুমীর এই মন খারাপের কারণ তার সংসার জীবন নিয়ে ওঠা সাম্প্রতিক ফিসফাসফিস।

এসব অভিমান মুছে ফের স্বাভাবিক জীবনে ফিরেছেন এই নায়িকা। আবারও ফিরলেন কাজে। ২৯ জুন এফডিসিতে ‘সোনার চর’ সিনেমার ডাবিং দিয়ে দীর্ঘদিনের বিরতি ভাঙলেন তিনি। যে সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন সানী-মৌসুমী ও জায়েদ খান!

সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন।

ডাবিংয়ে ফিরে মৌসুমী বলেন, ‘‘অনেকদিন পর কাজে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। ‘সোনার চর’ একটি জীবন ঘনিষ্ঠ সিনেমা। দর্শকদের মনকে ছুঁয়ে যাওয়ার মতো গল্প। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে সবাই পছন্দ করবে।’’

সিনেমার কাহিনি ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আর তার স্বামীর চরিত্রে ওমর সানী, যিনি লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করেছেন। এ ছবিতে আছেন জায়েদ খানও, তিনি মুক্তিযোদ্ধার চরিত্রে কাজ করেছেন।

২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয় সিনেমাটির শুটিং। জায়েদ খান ও নবাগত স্নিগ্ধার চারটি গান বাদে সিনেমার পুরো কাজ শেষ। শিগগির বাকি থাকা গানগুলোর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।