‘গল্পের রঙ নীল’

নতুন জুটি ইমন-তিশা

এবারের বিশ্ব ভালোবাসা দিবসে টিভি পর্দায় পাওয়া যাবে নতুন রসায়ন। প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন ইমন ও তিশা। দু’জনই নিজ নিজ পরিচয়ে পরিচিত। ইমন চলচ্চিত্রে মনোযোগী হলেও বিশেষ দিবসের নাটক বলে ছোটপর্দায় ফিরেছেন। অন্যদিকে তিশা নিয়মিত নাটকে অভিনয় করলেও এখন চলচ্চিত্র নিয়েই তার ধ্যান-জ্ঞান।

আবার দু’জনে আগে কখনওই জুটি বেঁধে অভিনয় করেননি। এবারের ভালোবাসা দিবসে তারা নতুন প্রেমের নতুন রসায়ন তৈরি করবেন ছোট পর্দায়। নাটকের শিরোনাম ‘গল্পের রঙ নীল’। রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এটি দেখা যাবে এনটিভির পর্দায়। সম্প্রতি নাটকটির শ্যুটিং শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন তানসুভা তিশা, মাহমুদ সাজ্জাদ, কাজী উজ্জ্বল ও আনন্দ খালেদ।

ইমন বলেন, ‘গল্পটি অসম্ভব সুন্দর। ভালোবাসা দিবসের জন্য একেবারে অন্যরকম। তাই অভিনয় করেছি। আর তিশার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। নির্মাণও সুন্দরভাবে হয়েছে। সবমিলিয়ে ভালোবাসা দিবসের জন্য একেবারে পারফেক্ট একটা নাটক তৈরি হয়েছে।’

তিশা বলেন, ‘অদ্ভুত সুন্দর একটি প্রেমের গল্প নিয়ে সাজানো এর চিত্রনাট্য। প্রচুর সুন্দর সুন্দর প্রেমের মোমেন্ট আছে। অন্যদিকে ইমনের সঙ্গেও প্রথম অভিনয় আমার। আশা করি বেশ প্রাণবন্ত এবং উপভোগ্য একটি প্রেমের নাটক দেখতে পাবে দর্শক।’

/এস/এমএম/