সিনেমা সম্পর্কে ধারণা পেতে রিভিউ পড়তে হয় না: আলিয়া

একের পর এক হিট, আলিয়া প্রমাণ করেছেন তিনিই বক্স অফিস কুইন। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিও রেকর্ড করে ফেলেছে। শুধু তা-ই নয়, বিশ্বব্যাপী সবথেকে বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। যদিও ছবিটি নিয়ে নেতিবাচক-ইতিবাচক মন্তব্য দুটোই রয়েছে। শুধু অনুরাগীদের মন্তব্য নয়, বরং ক্রিটিকদের রিভিউ দেখতেও নারাজ আলিয়া!

সিনেমার রিভিউ পড়তে একেবারেই পছন্দ করেন না আলিয়া। ‘গাঙ্গুবাঈ’য়ের বক্তব্য, তিনি রিভিউ দেখেন না। ভালো রিভিউ কিংবা খারাপ কোনোটাই না। কিন্তু মাঝে মধ্যে হেডলাইনে চোখ বোলান তিনি। তাতেই ধারণা জন্মে যায় তার।

কিছু দিন ধরেই বলিউড উত্তাল বয়কট ট্রেন্ড নিয়ে। সব ছবিতেই ক্ষোভ উগড়েছেন দর্শকরা। অক্ষয় কুমারের বেশিরভাগ ছবিও পড়েছে চরম আক্রোশে। সেই জায়গায় ‘ব্রহ্মাস্ত্র’র সাফল্য যেন মরুভূমিতে জলের কিনারা পাওয়ার মত। এদিকে ছবির সাফল্যে উচ্ছ্বসিত আলিয়া। তার বক্তব্য, ‘সাধারণ একটা ধারণা হয়ে যায়, কোন ছবিটা চলেছে আর কোনটা নয়। তবে যখন মানুষের সঙ্গে দেখা হয়, তখন তাদের অবশ্যই জিজ্ঞেস করি। তার মানে এটা নয় যে আমি রিভিউ পড়তে চাই না, কিন্তু আমার ভালো লাগে না। কারণ, আমি জানি সিনেমা সম্পর্কে ধারণা পেতে রিভিউ পড়তে হয় না।’

চূড়ান্ত ভিএফএক্স, ডায়লগে খামতি- ‘ব্রহ্মাস্ত্র’ প্রসঙ্গে গর্জে উঠেছিলেন অনেকেই। একে বয়কটের ডাক পর্যন্ত দিয়েছিলেন। তবে এই প্রথমবার ভারতের বুকে এ ধরনের ছবি বানানো হয়েছে সেটাও প্রশংসার যোগ্য। আলিয়া বলেন, ‘করণ জোহর রিভিউ পড়তে খুব ভালোবাসেন, তাই ওর সঙ্গে থাকলেই আমার মোটামুটি ছবি সম্পর্কে ধারণা হয়ে যায়।’

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস