পরিবার নিয়ে ‘দামাল’ দর্শন, মুগ্ধতা জানালেন প্রতিমন্ত্রী পলক

স্বাধীন বাংলা ফুটবল দলের ইতিহাসের নির্যাসে নির্মিত সিনেমা ‘দামাল’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি গত ২৮ অক্টোবর থেকে দেশের ২২টি প্রেক্ষাগৃহে চলছে। দর্শকের উপস্থিতি কম-বেশি যেমনই হোক, প্রশংসা আসছে প্রায় শতভাগ। যিনিই দামালের স্ক্রিনে চোখ রাখছেন, মুগ্ধতার বাক্য বেরিয়ে আসছে মুখ থেকেই।

এ তালিকায় যুক্ত হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নাম। মঙ্গলবার (১ নভেম্বর) পরিবারকে নিয়ে ‘দামাল’ দেখেছেন তিনি। এরপর মুগ্ধতার কথা জানিয়েছেন সোশাল অ্যাকাউন্টে।

বললেন, “আজ (১ নভেম্বর) সপরিবারে ‘দামাল’ সিনেমাটি দেখলাম। অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পাশাপাশি দেশের জন্য ফুটবল খেলা।”

ছবটির গল্পের খানিকটা আঁচও শেয়ার করলেন প্রতিমন্ত্রী। জানালেন, ‘হতাশায় নিমজ্জিত বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা তাদের কোচকে বিদায় জানিয়ে যাওয়ার আগে তিনি তাদের থামিয়ে বসতে বলেন। তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য সেই তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের সাহসিকতার কাহিনি শোনাতে শুরু করেন, যিনি ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের ম্যানেজার ছিলেন।’

‘দামাল’র পোস্টারের সামনে পরিবারের সঙ্গে প্রতিমন্ত্রী‘দামাল’ সূত্রে তরুণদের উৎসাহ দিতেও ভুললেন না পলক। বলেছেন, ‘৫২ বছর আগে দামাল ছেলেরা যখন খেলেছিল, তখন তাদের নিজেদের একটা দেশ ছিল না, মানচিত্র ছিল না, পতাকা ছিল না। দেশের জন্য তারা খেলেছিল জীবন দিয়ে। আজ আমাদের স্বাধীন দেশ আছে, মানচিত্র আছে, লাল সবুজের পতাকা আছে। দেশের জন্য আজ আর আমাদের জীবন দিতে হবে না। শুধু হৃদয় দিয়ে খেলাটা খেললেই হবে।’

সবশেষে সিনেমাটিতে অভিনয় করা শিল্পী ও নির্মাতাকে সাধুবাদ জানিয়েছেন।

এদিকে পলকের মুগ্ধতার কথা শুনে আনন্দিত-উচ্ছ্বসিত নির্মাতা রায়হান রাফী। বাংলা ট্রিবিউনকে সফল এই নির্মাতা বলেছেন, “খুবই আনন্দের বিষয় যে একজন মন্ত্রী এত চাপের মধ্যেও অগ্রিম টিকিট কেটে সিনেমাটি দেখেছেন এবং তার ভালো লাগার কথা ফেসবুকে প্রকাশ করেছেন। বাংলা সিনেমা আসলে মানুষ দেখে, সব ধরনের মানুষই দেখে; এটাই তার প্রমাণ। আমরা একটা ভালো ছবি বানানোর চেষ্টা করেছি, সেটা মানুষ দেখছে এবং ভালো বলছে। সবচেয়ে বড় ব্যাপার হলো, শতভাগ ইতিবাচক সাড়া পাচ্ছি। যারাই দেখছেন, তারাই ভালো বলছেন। আমার বিশ্বাস, ‘দামাল’ অনেক দিন বেঁচে থাকবে।”

উচ্ছ্বসিত দর্শকের মাঝে টিম ‘দামাল’উল্লেখ্য, ‘দামাল’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, সুমিত সেনগুপ্ত, নাসিরউদ্দিন খান প্রমুখ। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।