ত্রি-মহাদেশীয় প্রতিযোগিতায় কামারের ‘অন্যদিন...’

অস্কার হটস্পট ক্যামডেনে হ্যারেল অ্যাওয়ার্ড বিজয়ী কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন...’ এবার নির্বাচিত হয়েছে ফ্রান্সের ফেস্টিভ্যাল অব থ্রি কন্টিনেন্টস উৎসবের আন্তর্জাতিক ফিচার প্রতিযোগিতায়। 

১৯৭৯ সাল থেকে প্রতি বছর নভেম্বরের শেষে আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়া- এই তিন মহাদেশের ছবি নিয়ে ফ্রান্সে বসছে ‘ফেস্টিভ্যাল অব থ্রি কন্টিনেন্টস’-এর এই আসর। বছরের গুরুত্বপূর্ণ এবং আলোচিত ফিকশন, নন-ফিকশন ও ফিচার ছবি দেখানো হয় এই উৎসবে। যেগুলার মাধ্যমে পশ্চিমা হেজিমনির বাইরে এক অন্য দুনিয়ার গল্প বলতে চায় উৎসব কর্তৃপক্ষ। 

এবারের আসরের প্রায় ৯০টি ছবি থেকে আন্তর্জাতিক ফিচার প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মাত্র ১০টি। যেখানে বাংলাদেশ থেকে কামারের ‘অন্যদিন...’ ছাড়াও আছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রাজিল, ভিয়েতনাম, মায়ানমার, ইন্ডিয়া, জাপান, কাতার ও ইরানের ছবি। 

মজার ব্যাপার হলো প্রায় একই সময়ে কানাডার আরেক গুরুত্বপূর্ণ উৎসব আর আই ডি এম-এর আন্তর্জাতিক ফিচার প্রতিযোগিতাতেও নির্বাচিত হয়েছে ‘অন্যদিন...’। কানাডার মন্ট্রিয়ালে আর আই ডি এম চলবে নভেম্বরের ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত, আর ফ্রান্সের নন্তে ফেস্টিভ্যাল অব থ্রি কন্টিনেন্টস চলবে ১৮ থেকে ২৭ তারিখ। কামার জানান, দুটোতেই তিনি অংশ নিচ্ছেন।

১৯৯৮ সাল থেকে হয়ে আসা আর আই ডি এম হলো উত্তর আমেরিকার অন্যতম প্রধান একটি নন-ফিকশন উৎসব যেখানে প্রতি বছর গোটা দুনিয়া থেকে বাছাই করা সেইসব ছবি দেখানো হয়, যেগুলা সিনেমার ভাষাকে নতুন করে আবিষ্কার করে। উৎসবে দেখানো হবে এরকম প্রায় একশ’র ওপর ছবি থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে মাত্র ১১টি ছবি। যার মধ্যে বাংলাদেশ থেকে কামারের ‘অন্যদিন...’ ছাড়াও আছে আর্মেনিয়া, স্পেন, পর্তুগাল, প্যারাগুয়ে, রোমানিয়া, ফ্রান্স, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফিলিস্তিন ও ইসরায়েলের ছবি।

জুরিখ চলচ্চিত্র উৎসব ফটোকলে কামার আহমাদ সাইমন/ ছবি: তোমাস নিদামুলার‘অন্যদিন...’ কামার আহমাদ সাইমনের হাইব্রিড ছবি, যেটাকে ফিকশন, নন-ফিকশন দুই ঘরানায় দেখা যায়। কামারের ভাষায়, ‘হাইব্রিড ছবির ধারণাটা আমাদের এখানে নতুন। এটা যতটা না টেকনিক্যাল তার চেয়েও কনসেপচুয়ালি অনেক বেশি জটিল।’ 

‘অন্যদিন...’ কামারের জলত্রয়ীর দ্বিতীয় ছবি। প্রথমটি ‘শুনতে কি পাও!’। যা ভালো প্রশংসিত হয়।

এই সিরিজের তৃতীয় ও শেষ ছবি ‘আরও কিছু জীবন;’। ছবিটি প্রসঙ্গে কামার বলেন, ‘এটি বানানোর ইচ্ছা একেবারে উত্তরবঙ্গে নদী উপত্যকায়। আসলে আমি যে জনপদে, যে সময়ে জন্মালাম- সেই সময়ে, সেই জনপদের একটা ছাপচিত্র বানানোর ইচ্ছা থেকেই এই জলত্রয়ী। চারুকলায় যেটাকে বলে প্রিন্টমেকিং।’