চলন্ত সিঁড়িতে গুরুতর আহত ফারিণ, বিচার দাবি

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মধ্যরাতে ‘আনটিল আই ফাউন্ড ইউ’ শিরোনামের গানটি কাভার করে সোশ্যাল হ্যান্ডেলে প্রশংসা-বানে ভাসছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পরের রাতেই যে তিনি গুরুতর আহত হয়ে ‍বিছানায় পড়বেন- সেটি কেউ ভাবেনি।

না, গানের রেশ ধরে তাসনিয়া ফারিণ তেমন কাউকে খুঁজতে গিয়ে আহত হননি। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে বাবাকে নিয়ে রাজধানীর একটি শপিং মলের চলন্ত সিঁড়িতে উঠে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।  
 
তাসনিয়া ফারিণখবরটি পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে। ফারিণ তার বাবাকে সঙ্গে করে বিপণিবিতানের নিচতলা থেকে দোতলায় উঠতে গিয়ে চলতি সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে। এতে তার দুই পা জখম হয়েছে। দুর্ঘটনার পর ফারিণকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাসায় নেওয়া হয়েছে তাকে। তবে থাকতে হবে বিশ্রামে।

ঘটনাটি ঘটলো কেমন করে, ফারিণের বক্তব্য থেকে নির্মাতা রাজ বলেন, ‘ফারিণ মার্কেটের চলন্ত সিঁড়ি দিয়ে নিচতলা থেকে দোতলায় উঠছিলো। সঙ্গে তার বাবাও ছিলেন। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে। আঘাতটা এতো বেশি ছিলো যে, তার পরনের প্যান্টও ছিঁড়ে যায়। রড পায়ের মাংসে ঢুকে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এটা খুবই দুঃখজনক।’

তাসনিয়া ফারিণএদিকে ক্ষুব্ধ ফারিণ জোরকণ্ঠে বলছেন, ‘আমার কাছে মনে হয়েছে, এটি শপিংমল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা। এত বড় একটি শপিং মলে ক্রেতাদের জীবনের নিরাপত্তা নেই। এর বিচার হওয়া দরকার।’

তাসনিয়া ফারিণকে বলা হয় সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য টিভি-ওটিটি অভিনেত্রী। ১৫ ডিসেম্বর মুক্তি পাবে তার আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এর দ্বিতীয় কিস্তি।