ভারত সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দিলজিৎ!

চলতি বছরের মে মাসের শেষ দিকে বিস্ময়কর ঘটনার সাক্ষী হয় ভারতের পাঞ্জাব। সেখানকার তুমুল জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালাকে প্রকাশ্যেই গুলি করে হত্যা করা হয়। যে ঘটনায় পুরো ভারতে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিলো। অনেক তারকা বিষয়টি নিয়ে নিন্দা-ক্ষোভ প্রকাশ করেছিলেন।

এবার পাঞ্জাবেরই আরেক জনপ্রিয় তারকা দিলজিৎ দোসাঞ্জ বিস্ফোরক মন্তব্য করলেন। তার অভিযোগের তীর ভারত সরকারের দিকে। দিলজিতের মতে, সরকারের ‘অযোগ্যতা’র কারণেই এমন ঘটনা ঘটেছে।

সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দিলজিৎ বলেন, ‘তারা (শিল্পীরা) প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে। একজন শিল্পী কখনও কারও সঙ্গে অন্যায় করেন বলে আমি মনে করি না। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তার (সিধু) সঙ্গে কারও কোনও ঝামেলা নেই। তাহলে কেউ অন্য কাউকে মারবে কেন? এটা খুবই দুঃখজনক ব্যাপার। এমনকি এই বিষয়ে কথা বলাও খুব কঠিন।’

আক্ষেপ প্রকাশ করে দিলজিৎ বললেন, ‘একটু ভাবুন, আপনার একটি মাত্র সন্তান, এবং সে মারা গেছে।  তার (সিধু) বাবা-মা কীভাবে বেঁচে থাকবেন? আপনি কখনোই এটা অনুভব করতে পারবেন না, কেবল তারাই জানে।’

সিধু মুসেওয়ালাসরকারের দিকে আঙুল তুলে দিলজিতের মন্তব্য, ‘শতভাগ সরকারের অযোগ্যতা এটা। এটা রাজনীতি, আর রাজনীতি খুব বাজে একটা জিনিস। সৃষ্টিকর্তার কাছে আমরা শুধু প্রার্থনা করতে পারি, যেন সিধু ন্যায্য বিচার পায়। এরকম ট্রাজেডি যাতে আর না হয়। আমরা কেউই কাউকে খুন করতে পৃথিবীতে আসিনি, কিন্তু এটা একেবারে সূচনা থেকে হয়ে আসছে। শিল্পীদেরও মেরে ফেলা হচ্ছে একইভাবে। এটা সরকারের ভুল এবং এটাই রাজনীতি আমার মতে।’

উল্লেখ্য, সিধু মুসেওয়ালা পাঞ্জাবের জনপ্রিয় গায়ক ও র‍্যাপার ছিলেন। গেলো বছরের ডিসেম্বরে তিনি কংগ্রেসে যোগ দেন। শোনা যায়, এ কারণেই নাকি প্রতিপক্ষের রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তিনি।  

সূত্র: হিন্দুস্তান টাইমস