ভিকি জাহেদের পরিচালনায় মেহজাবীন চৌধুরী যতবার পর্দায় হাজির হয়েছেন, ততবারই দর্শক চমকিত হয়েছে, মুগ্ধতা খুঁজে পেয়েছে। কখনও ভূত হয়ে ভয় দেখিয়েছেন, কখনও টানটান রহস্যে হৃদস্পন্দন বাড়িয়েছেন মেহু। সেই ধারা অব্যাহত রেখে এবার তারা এক হলেন সত্য ঘটনায়।
টেলিফিল্মটির নাম ‘কাজলের দিনরাত্রি’। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি দুপুর ৩টায় এটি প্রচার হবে দীপ্ত টিভিতে। এজন্য বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে টেলিফিল্মটির ট্রেলার।
এতে মেহজাবীনকে দেখা গেছে শিশুসুলভ কাজল নামের এক চরিত্রে। যার বয়স ২৪ বছর হয়ে গেলেও এখনও মনের দিক থেকে আট বছরের শিশু! কাজলের এমন পরিস্থিতি এবং তার পরিবারকে ঘিরেই আবর্তিত হয়েছে টেলিফিল্মটির গল্প। এতে মেহজাবীনের সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সামিয়া অথৈ।
ভিকি বলেন, ‘একটা সত্য ঘটনা অবলম্বনে গল্পটা সাজানো হয়েছে। তবে কার জীবনের গল্প এটা, তা এখন প্রকাশ করতে চাচ্ছি না। কেন চাচ্ছি না, সেটা টেলিফিল্মটি দেখলেই দর্শক বুঝতে পারবেন। এটুকু আশা করছি, বছরের শুরুটা সুন্দর একটি কাজের মাধ্যমে শুরুতে করতে যাচ্ছেন দর্শক।’
‘কাজলের দিনরাত্রি’র ফাঁকে আরেকটি কাজের খবরও দিলেন ভিকি জাহেদ। সেটা হলো ‘পুনর্জন্ম অন্তিম পর্ব’। এই সিরিজের চারটি নাটক ইতোপূর্বে প্রচার হয়েছে এবং ব্যাপক সাড়া পেয়েছে। রহস্য-রোমাঞ্চে ঘেরা গল্পের সিরিজটির শেষ পর্বের জন্য অপেক্ষা করতে হবে আরও চার মাস। কারণ রোজার ঈদ উপলক্ষে মুক্তি পাবে এটি।