এ সপ্তাহের সিনেমা

‘বীরকন্যা প্রীতিলতা’ ৫ এবং ‘ভাগ্য’ ২১ হলে

চলতি সপ্তাহে (৩-৯ ফেব্রুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে যুক্ত হচ্ছে নতুন দুটি ছবি। একটি ‘বীরকন্যা প্রীতিলতা’ অন্যটি ‘ভাগ্য’।

এরমধ্যে নুসরাত ইমরোজ তিশা অভিনীত ছবি ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পাচ্ছে ৫টি প্রেক্ষাগৃহে। অন্যদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের ‘ভাগ্য’ উঠছে ২১ হলে।

ব্রিটিশবিরোধী আন্দোলনের মুক্তি সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর ‘বীরকন্যা প্রীতিলতা’ নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছি এটি। এতে প্রীতিলতা চরিত্রে নুসরাত ইমরোজ তিশা এবং রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক এবং মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করছেন কামরুজ্জামান তাপু।

প্রিমিয়ার শোতে মনোজ ও তিশাছবিতে ইতিহাসের প্রীতিলতা হয়ে উঠতে খাটতে হয়েছে অভিনেত্রী তিশাকে। তিনি বলেন, ‘এমন একটি চরিত্রে অভিনয় করতে পারা যেকোনও অভিনেত্রীর জন্য সম্মানের বিষয়। আমাকে যখন এই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয় আমি দুইবার চিন্তা করিনি। বলেছিলাম, অবশ্যই আমি করবো। ইতিহাসনির্ভর যেকোনও কাজ করতে আমার ভালো লাগে। আর সেটি যদি নাম ভূমিকায় হলে তাহলে ভালো লাগা তো আরও বেড়ে যায়।’

ছবিটি মুক্তি পেয়েছে মাত্র ৫টি হলে। এরমধ্যে রয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও মিরপুর সনি স্কয়ার শাখা, জয় সিনেমা, যমুনা ব্লকবাস্টার এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন। 

এদিকে নিপুণ ও মুন্না অভিনীত ‘ভাগ্য’ নির্মাণ করেছেন মাহাবুবুর রশীদ। ছবিটি ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চিত্রামহল, আনন্দ, গীত, বিজিবি সিনেমা হলসহ দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। 

নিপুণ বলেছেন, ‘দেশপ্রেম ও সামাজিক গল্প নিয়ে ছবি এটি। তাই এটি দর্শকদের ভালো লাগবে। এমন গল্পের ছবি দর্শকরা দেখে বিনোদন পাবেন।’

এতে আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান প্রমুখ।মুন্না ও নিপুণ