হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন

ক’দিন আগেই নতুন গাড়ি কেনা আর কাজের খবর দিয়েছিলেন সুস্মিতা সেন। শুভেচ্ছা যেন উপচে পড়েছিল নায়িকার কমেন্ট বক্সে। এমন আনন্দঘন পরিবেশেই কি না হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেত্রী! 

খবরটি প্রকাশ হতেই বি-টাউনে শোরগোল। কেমন আছেন এখন অভিনেত্রী?

সিঙ্গেল মাদার হয়েও দারুণ পারদর্শী সুস্মিতা সেন। মেয়েদের মানুষ করার পাশাপাশি ব্যক্তিজীবনের শখপূরণ করা, মিডিয়ার কাজ সামলানো; সবদিকই সমান তালে চালিয়ে যাচ্ছেন। প্রেম-বিচ্ছেদ নিয়ে বিতর্কেও জড়িয়েছেন বারবার। তবে সবসময়ই ভক্তদের হৃদমাঝারে ছিলেন অভিনেত্রী। যদিও এর সবটুকুই ফিকে হয়ে গেল হার্ট অ্যাটাকের খবরে।

অভিনেত্রী নিজেই সেই দুঃসংবাদ জানিয়েছেন। সুস্মিতা সেন জানান, ‘পাঁচ-ছয় দিন আগে হৃদরোগে আক্রান্ত হই। অ্যাঞ্জিওপ্লাস্টি করালাম। হার্টে স্টেন্ট বসানো হয়েছে।’ 

ইনস্টাগ্রাম পোস্টে নিজেই সেই বার্তা দিয়ে আর লেখেন, ‘হৃদয়কে সবসময়ে খুশি আর সাহসী রাখুন। তাহলেই হৃদয় সবসময়ে আপনার পাশে থাকবে। আমার কার্ডিওলজিস্ট জানিয়েছেন, আমার হৃদয় নাকি অনেক বড়।’

এখানেই শেষ নয়। বাবার সঙ্গে আদুরে ছবি পোস্ট করে সুস্মিতা তার সমস্ত শুভানুধ্যায়ীদের ধন্যবাদও জানান। বলেন, ‘যারা এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমার পাশে থেকেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এই পোস্টটা সকলকে খুশির খবর দেওয়ার জন্য যে, আমি আবার নতুন জীবন ফিরে পেলাম। সকলকে অনেক ভালবাসা। দুগ্গা দুগ্গা!’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস