নারী দিবসে পূজার নতুন অধ্যায় শুরু

ঢাকাই সিনেমার তরুণ নায়িকা পূজা চেরী। অল্প সময়েই নিজের সম্ভাবনার জানান দিয়েছেন। বড় পর্দায় তার সাফল্যের হারও চমৎকার। সবশেষ গেলো বছরের অক্টোবরে ‘হৃদিতা’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

আজ বুধবার (৮ মার্চ) নারী দিবসে পূজা চেরীর নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। তার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘পরি’ মুক্তি পেয়েছে। ফলে বড় পর্দার পাশাপাশি সময়ের জনপ্রিয় মাধ্যম ওটিটিতেও তার অভিষেক হলো।

এ উপলক্ষে একটি ভিডিও বার্তায় পূজা বলেছেন, “আজ আন্তর্জাতিক নারী দিবস। তো সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। এই নারী দিবস উপলক্ষে আমার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘পরি’ মুক্তি পেয়েছে।”

ছবিটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে পূজা বলেন, “কিছু কিছু প্রতিক্রিয়া পাচ্ছি, ইতিবাচক। সবাইকে বলবো, দীপ্ত প্লে সাবস্ক্রাইব করে ‘পরি’ দেখুন। ভালো লাগলে জানাবেন, অন্যদেরও বলবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে খুব আশাবাদী কাজটি নিয়ে। তাই আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম।”

ছবির শুটিংয়ের ফাঁকে পূজা চেরী ও জোভান‘পরি’ মুক্তি পেয়েছে দেশের নতুন ওয়েব প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে। এটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে পূজার সঙ্গে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। আরও আছেন তারিক আনাম খান, মুসাফির সৈয়দ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে।

এই সিনেমায় পূজা চেরী অভিনয় করেছেন নাম ভূমিকায়। যিনি পাচারকারীদের খপ্পরে পড়ে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে গিয়ে আটকা পড়েন। দেশে ফিরতে চাইলেও সুযোগ পান না। ক্রমশ তার জীবন অন্ধকারের ডুবতে থাকে। ঠিক তখনই আশার আলো হয়ে আসেন এক অভিনেতা। কিন্তু পর্দার সেই অভিনেতা কি বাস্তবেই পরির জন্য নায়ক হয়ে উঠতে পারবেন? সে প্রশ্নের জবাব পাওয়া যাবে সিনেমায়।