ঈদে শিবলী-নিপা ও দেড় শতাধিক শিল্পীর ত্রিমাত্রিক নৃত্য

‌‘ইত্যাদি’ মানেই চমক এবং নান্দনিক মান। সাথে থাকে বর্ণিল আয়োজন। যা শুধুমাত্র নির্মাতা-সঞ্চালক হানিফ সংকেতকে দিয়েই সম্ভব। 

প্রতি ঈদেই এই নির্মাণ স্রষ্টা চেষ্টা করেন ‘ইত্যাদি’র মাধ্যমে নাচের মিউজিক, বিষয়, চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবারও সেই চেষ্টাটি করা হয়েছে দেশের শীর্ষ নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপাকে দিয়ে। এবারের নাচটিতে ব্যাপক আয়োজনে তুলে ধরা হয়েছে তিনটি ধারাকে। তাই এটিকে বলা যায় ত্রিমাত্রিক নৃত্য।

নাচটি পরিবেশনায় শিবলী-নিপা জুটির সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী। 

‘ইত্যাদি’ নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, সবসময় যে ধরনের নাচ এবং সংগীতায়োজন শুনে দর্শকরা অভ্যস্ত, তার চাইতে একটু ব্যতিক্রমী করার চেষ্টা করা হয় এবার। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন।

হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন যথারীতি হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।