ইন্ডিয়ান আইডল ১৩

ফাইনালে ছয় প্রতিযোগী, শেষ হাসি হাসবেন কে?

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এক এক করে এটি পার করেছে ১৩টি সিজন। আগামী রবিবার (২ এপ্রিল) প্রচার হচ্ছে এ আসরের ফাইনাল পর্ব। যেখানে ঘোষণা করা হবে বিজয়ী আইডলকে।

দীর্ঘ ৭ মাসের লম্বা জার্নি পেরিয়ে শেষ হচ্ছে সংগীতের এ প্রতিযোগিতা। গোটা ভারত থেকে অংশ নেওয়া হাজার হাজার প্রতিযোগীকে টপকে চূড়ান্ত পর্ব তথা ড্রিম ফিনালতে আসতে সক্ষম হয়েছেন ছয় জন। তারা হলেন- শিবম সিং, ঋষি সিং, বিদীপ্তা চক্রবর্তী, চিরাগ কোতওয়াল, দেবস্মিতা রায় ও সোনাক্ষী কর।

ফাইনাল পর্বেও বিচারক হিসেবে থাকছেন সংগীত তারকা বিশাল দাদলানি, নেহা কাক্কার ও হিমেশ রেশমিয়া। বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন সোনালি বেন্দ্রে, গীতা কাপুর ও টেরেন্স লুইস। উপস্থাপনায় আদিত্য নারায়ণের সঙ্গে যোগ দিয়েছেন ‘কমেডি কুইন’ খ্যাত ভারতী সিং।

ইতোমধ্যে ফাইনাল পর্বের প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানেই প্রতিযোগী, বিচারক ও অতিথিদের জমকালো অংশগ্রহণের ঝলক দেখা গেছে। তবে দর্শকের মনে কৌতূহল, ছয় তরুণের মধ্যে শেষ হাসি কার ঠোঁটে ফুটবে? আগের বিভিন্ন পারফর্মেন্সের সাড়া অনুসারে ঋষি সিং, শিবম সিং ও বিদীপ্তার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার পালা, শেষ পর্যন্ত আইডল খেতাব কার নামের সঙ্গে যুক্ত হয়।

রবিবার (২ এপ্রিল) ভারতীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) সনি এন্টারটেইনমেন্ট টিভিতে দেখা যাবে অনুষ্ঠানটি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sony Entertainment Television (@sonytvofficial)

সূত্র: পিঙ্কভিলা