পাহাড় থেকে পড়ে আহত মিম

সিলেটের আলী বাহার পাহাড়ের উপর চলছিল ‘দাগ’ ছবির দৃশ্যধারণ। এতে অংশ নিয়েছিলেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম। দৃশ্যধারণ শেষে নিচে নামার সময় পরনের গাউনের সঙ্গে পাহাড়ি শেকড় জড়িয়ে পড়ে যান মিম।

আলী বাহার পাহাড়ের উপরে মিম-বাপ্পিমিম বলেন, ‘আমার পরনে ছিল গাউন। এই গাউন পরেই আলী বাহার পাহাড়ের চূড়ায় ছবি আঁকার দৃশ্যধারণে অংশ নিই। পাশে ছিল ছবির নায়ক বাপ্পি। শ্যুটিং শেষে নামার সময় হঠাৎ গাউন জড়িয়ে নিচে পড়ে যাই।'
শ্যুটিং ইউনিটের অন্যরা থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পান মিম। তারপরও ঘন্টা তিনেক শ্যুটিং বন্ধ ছিল। এর মধ্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয় তাকে। দুপুর দুইটার পর আবার শ্যুটিং শুরু হয়।
জানা গেছে, মিমের আঘাত গুরুতর নয়। পায়ে খানিক চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন বেশ সুস্থ।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি সিলেটে ‘দাগ’ ছবির শ্যুটিং শুরু হয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সেখানে এটা চলবে। মোহাম্মদ রফিকউজ্জামানের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন তারেক শিকদার।

/এমআই/এমএম/