ইগো-অহংকার সঙ্গে নিয়ে চলি না: প্রিয়াঙ্কা

মুম্বাই টু লস অ্যাঞ্জেলেস; প্রিয়াঙ্কা চোপড়ার জার্নিটা স্মরণীয় বটে। কেননা তার আগে কোনও ভারতীয় তারকা মার্কিন মুলুকে গিয়ে এমন পাকা আসন দখল করতে পারেননি। অবশ্য এই জায়গা তৈরি করতে নিরলসভাবে আট বছর লেগে থাকতে হয়েছে তাকে। সে কথাই ফের মনে করিয়ে দিলেন পিসি।

প্রিয়াঙ্কা বললেন, ‘হলিউড কিংবা বলিউড, অনেক দিন ধরেই আমি কেন্দ্রীয় নারী চরিত্রে কাজ করছি। আমি নিজেকে একজন নেতৃস্থানীয় নারীই মনে করি। তবে এই জায়গায় আসতে লম্বা সময় লেগেছে। হলিউডে কেন্দ্রীয় চরিত্রে কাজ পেতে আমাকে আট বছর সময় দিতে হয়েছে।’

অন্য কেউ এমন অবস্থানে যেতে পারেননি কেন? এই প্রশ্নটা হরহামেশাই শুনতে হয় প্রিয়াঙ্কাকে। সে বিষয়ে তার জবাব, ‘মানুষ আমার কাছে জানতে চায়, কেন অন্যরা এটা করতে পারেনি। কেন ভারতের অন্য অভিনয়শিল্পীরা সীমানা ভেদ করতে পারেনি, যেমনটা আমি করেছি। এ প্রশ্নের জবাব আমার কাছে নেই। তবে আমি যা জানি, সেটা হলো আমার ব্যাগপত্র (সাফল্য, অহংবোধ, ইগো) নিয়ে আসিনি। হয়ত এটাই আমাকে এগিয়ে দিয়েছে।’

আরও স্পষ্ট ভাষ্যে প্রিয়াঙ্কা বললেন, ‘আমি ভারতের একজন বড় তারকা। হলিউডে আমি সেটা মাথায় রাখি না। আমি অডিশন দেই। রুমে রুমে গিয়ে মানুষকে কাজ দেখাতে আমার দ্বিধা হয় না। আমি কাজ নিয়ে ভয় পাই না। নিজের ইগো, অহংকার সঙ্গে নিয়ে চলি না আমি।’

প্রিয়াঙ্কা চোপড়া‘বরফি’ কিংবা ‘বাজিরাও মাস্তানি’-খ্যাত এই তারকা জানান, বলিউডে কাজের ক্ষেত্রেও এভাবেই এগিয়েছেন তিনি। প্রতিটি ইন্ডাস্ট্রি একই উপায়ে পরিচালিত হয় বলে অভিমত তার।

এদিকে প্রিয়াঙ্কা অভিনীত নতুন হলিউড সিরিজ ‘সিটাডেল’। যেখানে তিনি অভিনয় করেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত রিচার্ড ম্যাডেন ও স্ট্যানলি টুসির মতো হলিউড তারকার সঙ্গে। ডেভিড ওয়েইল নির্মিত সিরিজটি আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া