ফারহানকে চেনা দায়!

তরুণ নাট্য অভিনেতা মুশফিক আর ফারহান। নানান চরিত্রে নিজেকে উপস্থাপনার চেষ্টা জারি রেখেছেন বহু দিন ধরে। কখনও সুইপার, কখনও লেগুনা চালক আবার কখনও পোস্টম্যানের ভূমিকায় অভিনয় করে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন।

সেই ধারাবাহিকতায় এবার ফারহান ধারণ করলেন প্রতিবন্ধী তরুণের চরিত্র। নাটকের নাম ‘আক্ষেপ’। নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নাটকটির ফার্স্টলুক। যেখানে এক পলকে ফারহানকে চেনা মুশকিল বটে! কারণ চরিত্রের প্রয়োজনে নিজেকের চেহা-সাজসজ্জায় আমূল পরিবর্তন এনেছেন তিনি।

ফারহানকে এমন রূপে দেখে অবাক হচ্ছেন তার ভক্ত-দর্শকরা। বাহবা দিয়ে পুরো নাটকটি দেখার আগ্রহ প্রকাশ করতেও ভুলছেন না তারা।

সামিরা খান মাহি, ফজলুর রহমান বাবু ও মুশফিক আর ফারহাননাটকটি নিয়ে নির্মাতা বান্নাহ বলেন, ‘এই গল্পটা নিয়ে ৪ বছর ধরেই কাজ করবো করবো ভাবছিলাম। অবশেষে গল্পটা যখন ফারহানের সঙ্গে শেয়ার করলাম, তখন সে আমাকে পরামর্শ দিলো যেন ঈদের জন্য করি। এরপর প্ল্যানমাফিক শুটিংয়ে নামি। মানিকগঞ্জের পদ্মার চরে শুটিং করেছি। প্রচণ্ড গরমের মধ্যে কাজটি করা সত্যিই খুব কঠিন ছিল।’

‘আক্ষেপ’-এর গল্পটা এগিয়েছে এক প্রতিবন্ধী তরুণ ও তার বাবাকে ঘিরে। এতে ফারহান ছাড়াও আছেন সামিরা খান মাহি, ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরীর, শোয়েব মনির, শাহীন মৃধা, রাশেদ ইমরান, মামুন সহ আরও অনেকে। এটি প্রযোজনা করেছে জি সিরিজ। প্রতিষ্ঠানটির ঈদ আয়োজনের অংশ হিসেবে তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।

ফার্স্টলুক: