‘কুইন প্যালেস’-এ ফারিয়া শাহরিন

মোতালেব এলাকার তরুণদের মাঝে খুবই জনপ্রিয়। এই জনপ্রিয়তার রহস্য হলো এখানকার একটি মহিলা হোস্টেলের ম্যানেজার সে। চলাফেরার মধ্যে পঁচিশ বছরের যুবক ভাব। রোমান্টিকতা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সুন্দরী কোনও গেস্ট দেখলেই মোতালেব নিজেকে কন্ট্রোল করতে পারে না। যার কারণে যখন তখন নানা রকম ঘটনার জন্ম দেয় সে। মোতালেব যে হোস্টেলের ম্যানেজার সে হোস্টেলে গেস্টরা সাধারণত চাকরির ইন্টারভিউ, ভর্তি পরীক্ষা, ডাক্তার দেখানো, মামলার হাজিরা ইত্যাদি কাজে আসে।

মোতালেব ঘটনা বুঝে কৌশলে হাতিয়ে নেয় অতিরিক্ত টাকা। সেই হোস্টেলে নিয়মিত আসে তিন তারকা গেস্ট-মিতা, সোমা ও হেনা। তারা তিনজনই একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। তিনজনই সেই লেভেলের দুষ্ট, যখন তখন যে কাউকে প্রেমে ফেলতে পারে। ঘটতে থাকে আরও নানান ঘটনা। এরইমধ্যে হোস্টেলে আগমন ঘটে নতুন সুপারস্টার গেস্ট ইরার। ইরার রূপে অন্ধ মোতালেব। শুরু হয় নতুন নাটকীয়তা। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে হাস্যরসে ভরা ধারাবাহিক নাটক ‘কুইন প্যালেস’।

নাটকের একটি দৃশ্যে অ্যালেন শুভ্র’র সঙ্গে ফারিয়া শাহরিন

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন, মারজুক রাসেল, সাইদুর রহমান পাভেল, সিয়াম নাসির, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, ফারুক আহমেদ, আব্দুল্লাহ রানা, সিয়াম মৃধা, ডি জে আলভি, এস এন জনি, শহিদুন নবী, রিমু রেজা মজুমদার, স্বর্ণলতা, জেবা জান্নাত, সিনি স্নিগ্ধাসহ আরও অনেকে।

ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। আগামীকাল রবিবার (২১ মে) থেকে সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।