ঢাকায় আবারও পাপনের গান

পাপনগত বছর প্রথম ঢাকায় আসেন ভারতীয় গায়ক ও সংগীত পরিচালক পাপন। আর্মি স্টেডিয়াম বেশ মাতিয়েছিলেন এ সংগীতশিল্পী। সেটা ছিল ফোক ফেস্ট।
এবার উৎসব নয়, তাকে ঘিরে আয়োজিত সংগীতসন্ধ্যায় গাইবেন তিনি ও তার দল ‘পাপন অ্যান্ড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি’। কনসার্টের নাম ‘এথনিসিটি। পাপন আসছেন সিগনাল ইভেন্টসের আমন্ত্রণে।
জানা গেছে, বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এ কনসার্টটি অনুষ্ঠিত হবে। টিকিট সংগ্রহের মাধ্যমে দর্শকরা এটি উপভোগ করতে পারবেন। এদিন গাইবেন বাংলাদেশের শাওন ও তার ব্যান্ড ‘য’-ফলা।
পাপনের পুরো নাম অঙ্গরাগ মোহন্ত। বলিউডের ছবিতে গান করার পাশাপাশি এমটিভি কোক স্টুডিওতে করা তার এক্সপেরিমেন্টাল ফোক গানগুলো পাপনকে শ্রোতাদের আরও কাছে নিয়ে গেছে।
কোক স্টুডিওতে তার গাওয়া সবচেয়ে জনপ্রিয় গান ‘দিনে দিনে’। নিজে গান গাওয়ার পাশাপাশি এই স্টুডিওর অনেক গানে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।
/এম/