ওড়িশায় ট্রেন দুর্ঘটনা: শোকের ছায়া বলিউডেও

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আড়াই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। আহতের সংখ্যা প্রায় হাজার খানেক। শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাতটার দিকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২টি বগি ওড়িশার বালাসোরে লাইনচ্যুত হয়। কিছুক্ষণ পর উল্টো দিক থেকে হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস ছুটে আসায় দুর্ঘটনার মাত্রা আরও তীব্র হয়।

এ দুর্ঘটনায় এক দিনের শোক ঘোষণা করেছে ওড়িশা রাজ্য সরকার। ভয়াবহ এই ট্র্যাজেডিতে শোক প্রকাশ করেছেন ভারতের সিনে তারকারাও।

সুপারস্টার সালমান খান সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘দুর্ঘটনার খবর শুনে সত্যিই মনটা খারাপ হয়ে গেলো। নিহতদের আল্লাহ যেন শান্তিতে রাখেন। সেই সঙ্গে তাদের পরিবারকে যেন সুরক্ষা এবং শোক সইবার শক্তি দেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

কিংবদন্তি অভিনেতা মনোজ বাজপেয়ী টুইটারে লিখেছেন, ‘খুব ভয়ংকর! খুব বেদনাদায়ক!’

অক্ষয় কুমার বললেন, ‘ওড়িশার ট্রেন দুর্ঘটনার চিত্র দেখে মনটা ভেঙে গেছে। আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করছি। নিহত-আহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।’

অভিনেতা সানি দেওল লিখেছেন, ‘ওড়িশার বালাসোরের ট্রেন দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। যারা মারা গেছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

দুর্ঘটনার পরের চিত্রঅভিনেত্রী পরিণীতি চোপড়া বলেছেন, ‘যারা এই ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়েছেন, সবার জন্য আমি প্রার্থনা করছি। পরিবারগুলো যেন এই শোক সয়ে নিতে পারে, সেই কামনা করছি। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।’

দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর লিখলেন, ‘মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার ও তাদের প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা। সৃষ্টিকর্তা তাদের এই কঠিন সময় মোকাবিলার শক্তি দিন।’

নির্মাতা বিবেক অগ্নিহোত্রী প্রশ্ন তুলেছেন ট্রেন পরিচালনা নিয়ে। তার ভাষ্য, ‘দুঃখজনক এবং লজ্জাজনক! কীভাবে একসঙ্গে তিনটি ট্রেন দুর্ঘটনায় পড়লো? কে উত্তর দেবে? সব পরিবারের জন্য প্রার্থনা।’

অভিনেত্রী শিল্পা শেঠির বার্তা, ‘ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানিতে আমি হতাশ! নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা।’

এছাড়াও কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, সোনু সুদ, নিমরত কৌরসহ আরও অনেকেই শোকবার্তা দিয়েছেন।

বাংলাদেশ থেকেও বহু মানুষ নিয়মিত ভারতে যান। বেশিরভাগের উদ্দেশ্য থাকে চিকিৎসা; যেটার জন্য এই রুট ধরেই চেন্নাইতে যেতে হয়। তাই ওড়িশার দুর্ঘটনায় বাংলাদেশের কেউ রয়েছেন কিনা, এ নিয়ে চিন্তিত অভিনেত্রী জয়া আহসান। তিনি কলকাতাস্থ বাংলাদেশি উপ-হাইকমিশনের একটি বার্তাসহ কিছু হেল্পলাইন নাম্বার দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। আর বলেছেন, ‘কারও পরিচিত কেউ এই ট্রেনে ট্রাভেল করলে খোঁজ নিন।’

সূত্র: হিন্দুস্তান টাইমস