যার হাত ধরে টলিউডে জয়া আহসানের পায়ের তলার মাটি শক্ত হয়েছিল, অর্ধ দশক পর সেই সৃজিত মুখার্জির নির্মাণে কাজ করছেন তিনি। ছবির নাম ‘দশম অবতার’। ঘটা করে ঘোষণা, ফার্স্টলুক প্রকাশের পর শুটিং-গান রেকর্ডিং-সম্পাদনা শেষে এখন চলছে ডাবিংয়ের কাজ।
পাঁচ বছর মোটেও কম সময় নয়। এই সময়ে জয়া হয়ে উঠেছেন টলিউডের প্রথম সারির তারকা, কাজ করেছেন আরও অনেকের সঙ্গেই। ঘরে তুলেছেন বহু পুরস্কার-সম্মাননা। কিন্তু সৃজিতের মধ্যে কী পরিবর্তন এসেছে? সেটাও নিশ্চয়ই পরখ করছেন অভিনেত্রী।
না, কাজের প্রতি ভালোবাসার জায়গায় কোনও হেরফের চোখে পড়েনি জয়ার। আনন্দবাজারকে তিনি বললেন, “প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, ওরকমই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। ‘রাজকাহিনি’র সময় চমকে গিয়েছিলাম। এখন বুঝি, এটা ওর স্বাভাবিক সত্তা।”
সৃজিতের নন্দিত ছবি ‘বাইশে শ্রাবণ’ মুক্তি পায় ২০১১ সালে। একই ধারায় ২০২০ সালে উপহার দিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’। এই দুটি ছবির চরিত্র ও গল্পের সূত্রেই বানাচ্ছেন ‘দশম অবতার’। যেখানে শামিল করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকাকে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।