বহু প্রেম এসেছে সুস্মিতা সেনের জীবনে। কিন্তু সেগুলো মালা বদল অব্দি আর গড়ায়নি। সর্বশেষ তার যে সম্পর্কটি নিয়ে তোলপাড় হয়েছিল, সেটা গত বছরের জুলাই মাসের ঘটনা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের প্রতিষ্ঠাতা যিনি, সেই ধনকুবের ললিত মোদির সঙ্গে তার প্রেম গড়ে ওঠে। দুজনের অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
শুধু তাই নয়, ললিত মোদি নিজেই সোশ্যাল হ্যান্ডেলে জানান যে, তিনি সুস্মিতার সঙ্গে ডেট করছেন। শিগগির বিয়েটাও করবেন। কিন্তু না, এই সম্পর্কও টেকেনি। কিছু দিন পরই তারা ব্রেকআপ করে ফেলেন।
ধনকুবের ললিত মোদির সঙ্গে প্রেমের কারণে সুস্মিতাকে অনেকে ‘গোল্ডডিগার’ বলে কটাক্ষ করেছেন। এক বছর পর বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বললেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘অনেক মিমস (সোশ্যাল মিডিয়ার মজাদার কনটেন্ট) আসছিল। দেখে মজাও পাচ্ছিলাম। কিন্তু যাকে আপনারা গোল্ডডিগার বলছেন, তাকে অন্তত বিক্রি না করেন। আর হ্যাঁ, সোনা নয়, আমার হিরা পছন্দ।’
উল্লেখ্য, ললিত মোদির আগে রহমান শোল নামের এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন সুস্মিতা। মাঝে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তবে সম্প্রতি আবারও তারা এক হয়েছেন। বিভিন্ন সময়ে তারা হাত ধরাধরি করে ক্যামেরার সামনে আসছেন।
সিনেমায় কাজ প্রায় ছেড়েই দিয়েছেন সুস্মিতা। তবে ওটিটিতে দেখাচ্ছেন চমক। তার অভিনীত সিরিজ ‘আরিয়া’ বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া চলতি বছর তাকে দেখা গেছে আলোচিত সিরিজ ‘তালি’তে।
সূত্র: ইন্ডিয়া টুডে