বিশ্বসুন্দরী বলে কথা। তাকে এক নজর সামনে থেকে দেখার জন্য অনুরাগীদের ভিড় হরহামেশাই দেখা যায়। তবে সেই তালিকায় যদি বলিউড তারকা ইমরান হাশমির নামও থাকে! হ্যাঁ, ঐশ্বরিয়া রাই বচ্চনকে এক নজর দেখার জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করেছেন হাশমি।
ঘটনা অবশ্য বেশ পুরোনো। ইমরান হাশমি তখনও তারকা হয়ে ওঠেননি। কাজ করতেন সহকারী পরিচালক হিসেবে। আর ঐশ্বরিয়ার জনপ্রিয়তা তখন তুঙ্গে। ওই সময়ে ঐশ্বরিয়ার ভ্যানিটি ভ্যানের সামনে টানা দেড় ঘণ্টা অপেক্ষা করেছিলেন অভিনেতা।
এক সাক্ষাৎকারে সেই স্মৃতি শেয়ার করলেন ইমরান হাশমি। তিনি বলেন, ‘তারকা বলতে ঐশ্বরিয়ার প্রতি আমি বরাবরই নরম ছিলাম। আমি যখন সহকারী পরিচালক ছিলাম, তখন ঐশ্বরিয়ার ভ্যানের বাইরে দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। এমনটা এর আগে কখনও করিনি। খুব অদ্ভুত ছিল ব্যাপারটা। আমি তার অনেক বড় ভক্ত ছিলাম। শুধু এক নজর তাকে দেখতে চেয়েছিলাম।’
প্রসঙ্গত, ইমরান হাশমিকে সর্বশেষ দেখা গেছে আলোচিত সিনেমা ‘টাইগার ৩’-এ। এতে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। মনীশ শর্মা পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী প্রায় সাড়ে চারশ’ কোটি রুপি কালেকশন করেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে