নির্বাচন থামালো ব্যান্ড মিউজিক ফেস্ট!

আনুষ্ঠানিক ঘোষণার দ্বিতীয় বর্ষে এসেই অসাধারণ আয়োজনটি স্থগিত হলো! গত বছর ঠিক এই দিনে (১ ডিসেম্বর) চ্যানেল আই, বামবা এবং সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যৌথভাবে দিনটিকে ঘোষণা করা হয় ‘ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে। সিদ্ধান্ত হয়, দিনটিকে পালন করার লক্ষ্যে প্রতিবছর ডিসেম্বরের প্রথম শুক্রবার আয়োজন হবে মেগা কনসার্ট। হয়েছেও তাই, সে বছর প্রথম শুক্রবার (২ ডিসেম্বর) আর্মি স্টেডিয়ামে হয় ১৬ ব্যান্ডের অংশগ্রহণে প্রথম কনসার্ট।

কিন্তু চলতি বছরে দ্বিতীয় আয়োজনে এসেই থমকে যান আয়োজকরা। যেটা ব্যান্ড মিউজিক তথা আইয়ুব বাচ্চুর ভক্তদের জন্য ছিলো আশাতীত হতাশার বিষয়। কারণ, ১০ বছর আগে কিংবদন্তি আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। এরপর প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে চ্যানেল আই প্রাঙ্গণ জমে উঠত এই উৎসব। আইয়ুব বাচ্চুর দেখানো সেই পথ বা স্বপ্ন আরও বড় পরিসরে নেওয়ার লক্ষ্যেই যুক্ত হয় বামবা, ২০২২ সালে নিয়ে যাওয়া হয় আর্মি স্টেডিয়ামে। দিবসটি পায় সরকারি স্বীকৃতিও। এরপরেও কেন থমকে গেলো উদ্যোগটি।

গত বছর দিবসটি উদ্বোধনের ছবিজবাবে বামবার ভাইস প্রেসিডেন্ট ওয়ারফেজের দলনেতা শেখ মনিরুল আলম টিপু জানান কারণ। বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা আর নির্বাচন প্রস্তুতির বিষয়টি মাথায় রেখেই এবারের আয়োজনটি করা হয়নি। তবে আমি পিছিয়ে থাকছি না। এই কনসার্টটি আমরা নির্বাচনের পর বড় পরিসরেই করতে চাই।’

যদিও ব্যান্ডপ্রেমিরা বিষয়টিকে যৌক্তিক বলে মানতে নারাজ।

একই সংগঠনের সহ-সম্পাদক কাজী আশেকীন সাজু জানান, যথাসময়ে কনসার্টটি হয়নি বলে এই খারাপ লাগাটা তাদেরও। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এবং দর্শকদের নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করতে হয়েছে তাদের। সেই বিবেচনায় যথাসময়ে আয়োজনটি হয়নি। তার ভাষ্যে, ‘তবে আমরা আশাবাদী, নির্বাচনের পরে এবারের আয়োজনটি আরও বড় পরিসরে হবে। ভবিষ্যতে এই ইভেন্টকে আমরা দেশের বিভিন্ন জেলা এবং বিদেশেও নিয়ে যেতে চাই। সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।’

২০১৩ সালে কিংবদন্তি আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠতো এই উৎসব। ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন ধরেই চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সঙ্গে গত বছর থেকে কাজ করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। এবার বামবা’র ঘোষণা