পশ্চিমবঙ্গের ব্যান্ড মিউজিকের এ প্রজন্মের বিলবোর্ড ‘ফসিলস’। রক সংগীতে এটিকে বলা যায় কলকাতার সফলতম ব্যান্ড। তাদের জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশেও। সেই সুবাদে কনসার্ট করতে ঢাকায় এসেছেন রূপম ইসলাম ও তার সতীর্থরা। গানও শুনিয়েছেন ঢাকাবাসীকে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে এ কনসার্ট। সেখানেই ‘আরও একবার’ গানের উচ্ছ্বাসে ভেসেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও সাধারণ শ্রোতারা। কিন্তু এই কনসার্টে অংশ নেওয়ার আগে একটি বিশেষ কাজ সেরেছেন ‘ফসিলস’ সদস্যরা। ঢাকার ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গেছেন তারা।
সেই ছবি অন্তর্জালে তুলে রাখলেন ‘ফসিলস’র ড্রামার তন্ময় দাস। সঙ্গে লিখলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আমরা। অসাধারণ গা ছমছমে অভিজ্ঞতা। মিউজিয়াম কর্তৃপক্ষের আতিথেয়তায় মুগ্ধ।’
ভিনদেশের শিল্পী হয়েও বাংলাদেশের ইতিহাসের প্রতি ‘ফসিলস’ সদস্যদের এই আগ্রহ ও ভালোবাসা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।
বলা দরকার, নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতেই এ কনসার্টের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এতে কলকাতার ‘ফসিলস’ ছাড়াও পারফর্ম করেছে নন্দিত ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’। তাদের ঘিরেও শ্রোতাদের মুগ্ধতা ছিল চোখে পড়ার মতো। এছাড়া দেশ থেকে মঞ্চ মাতিয়েছে কালজয়ী রক ব্যান্ড ‘ওয়ারফেজ’ ও তানযীর তুহিনের ‘আভাস’।