ই-আরকির ‘মিম ফেস্ট’-এ সন্ধি ও সভ্যতা

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় একটি ট্রেন্ড ‘মিম’। মজা বা আনন্দকে উপজীব্য করে বিভিন্ন কথা, ছবি ও ভিডিও ফুটেজ দিয়ে বানানো এক ধরনের কনটেন্ট বলা যায় এটাকে। এই সংক্রান্ত বিভিন্ন পেজ রয়েছে। তার মধ্যে বেশ জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হলো ‘ই-আরকি’।

এই প্ল্যাটফর্মের উদ্যোগেই এবার ব্যতিক্রম এক উৎসব হতে যাচ্ছে। নাম ‘মিম ফেস্ট’। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ আলোকিতে অনুষ্ঠিত হবে এটি। যেখানে তরুণ-তরুণীরা মিলিত হবে, আনন্দে মেতে উঠবে আর মিম নিয়ে যাবতীয় চর্চা হবে।

এই উৎসব উপলক্ষে একটি বিশেষ গানও বানানো হয়েছে। যেটার কথা সাজানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন মিমের কথা নিয়ে। সুর-সংগীত করেছেন খৈয়াম সানু সন্ধি। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সভ্যতা।

গানটি নিয়ে সন্ধি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘স্রেফ মজার জন্যই গানটি করা। এখানে অনেক মজার মজার কথা আছে, যেগুলো কাউকে উদ্দেশ্য করে কিংবা আঘাত দেওয়ার জন্য না। গানের লিরিকটা আমাকে ই-আরকি টিম থেকে দেওয়া হয়েছে। আমি সেই মোতাবেক গানটা বানিয়েছি।’

এদিকে ‘মিম ফেস্ট’-এ গানও পরিবেশন করবেন সন্ধি ও সভ্যতা। সেই পরিবেশনা প্রসঙ্গে সন্ধি বলেন, ‘রাত ৮টায় আমরা মঞ্চে উঠবো। যেহেতু বিজয়ের মাস, দেশাত্মবোধক গান দিয়েই আমাদের পরিবেশনা শুরু করবো। এরপর নিজেদের গান গাইবো, বাংলা ও ইংরেজি বিভিন্ন গানে শ্রোতাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবো।’

উৎসবের পোস্টারই-আরকি টিমের দেওয়া তথ্য অনুসারে, সকাল ১১টায় শুরু হয়ে ‘মিম ফেস্ট’, চলবে রাত ৯টা পর্যন্ত। উৎসবে দুটি বিভাগ থাকছে। একটি মূল ইভেন্ট; যেখানে থাকবে মিম নিয়ে নানা আয়োজন। বিভিন্ন ধাঁচের মিমের বিশাল প্রদর্শনী, মিম ইলেকশন, মিম মিউজিয়াম, মিম কসপ্লে, লাইভ মিম কনটেস্ট, মিম সংগীত ইত্যাদি। শীত নিয়ে মন্তব্য করে ভাইরাল হওয়া ‘ছোটন কাকা’ তথা কুষ্টিয়ার মো. শামসুল আলমও হাজির হবেন এ আয়োজনে। এছাড়া চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুণ থাকবেন তার বিখ্যাত ‘দুটি কথা মনে রাখবেন’ ইস্যু নিয়ে।

দ্বিতীয় বিভাগ সাজানো হয়েছে মিম ওয়ার্কশপ নিয়ে। এখানে বাছাই করা মিমাররা অংশ নেবেন এবং কর্মশালা শেষে সেরা মিমারদের জন্য থাকছে দুটি ল্যাপটপ, ব্লেন্ডার, মোবাইলসহ ১০টি পুরস্কার।