তারকা যখন ভোটার

‘ভোটের দিন আমার জন্মদিন’

তারকারাও ভোটার। সাধারণ মানুষের মতো তারাও উৎসাহ নিয়ে ভোটকেন্দ্রে যান। সে ভাবনা থেকে জানতে চাওয়া, দ্বাদশ সংসদ নির্বাচনে কোন তারকার মনে কী মার্কা। অথবা কে কোন আসনের ভোটার। এবারের নির্বাচন নিয়ে ভাবছেনই বা কী! ঠিক এমন ১০টি সাধারণ প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতেই নানা অজুহাতে সচেতনভাবে এড়িয়ে গেছেন সিংহভাগ সিংহ তারকা! যেমন জয়া আহসান বলেছেন, তিনি রাজনৈতিক বিষয়ে কথা বলতে নারাজ! মিশা সওদাগর বললেন, নির্বাচনের সময় তিনি থাকবেন যুক্তরাষ্ট্রে। আবার পূর্ণিমা এগিয়ে একধাপ! বললেন, তার নাকি ভোটার হওয়ার বয়সই হয়নি এখনও! হাবিব ওয়াহিদের ভাষ্য, সুরের ভেলায় ভেসে বেড়ান বলে নির্বাচনের অভিজ্ঞতা তার নেই! তবে এর বাইরে সাত-পাঁচ না ভেবে যে ক’জন তারকা আগ্রহ দেখিয়েছেন এই ভোটের গল্পে নিজেকে জড়াতে, তাদের মধ্যে অন্যতম গায়িকা আঁখি আলমগীর। পড়ুন তারসঙ্গে কথোপকথন- 

এক: এবারের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন...

আঁখি আলমগীর: প্রতিক্রিয়া পজিটিভ। এবারের ভোটের দিন (৭ জানুয়ারি) আমার জন্মদিন। ফলে আমার সকল শো ও পারিবারিক আয়োজন বাতিল করেছি। এদিন নির্বাচনী আনন্দে দিন কাটাবো বলে মনস্থির করেছি। 

দুই: কোন আসনের ভোটার আপনি?

আঁখি আলমগীর: আমি থাকি উত্তরায়। সম্ভবত ঢাকা-১৮ আসন। আসন সংখ্যা আমি নিশ্চিত না।

তিন: ৭ জানুয়ারি ভোট দিতে যাবেন?

আঁখি আলমগীর: প্রতিবারই আমি ভোট দিই। এবারও দেবো। গাড়ি বের করবো না। রিকশায় চেপে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দেবো। বিষয়টি আমার কাছে ঈদের আনন্দের মতো। ভোট দিতে যাবো। সেলফি তুলবো। গল্প করবো। মজা হবে আশাকরি। প্রতিবছরই আমি ভোটকেন্দ্রে গিয়ে একটা সেলফি তুলি এবং ফেসবুকে সাথে সাথে আপলোড করি। এবারও তার ব্যতিক্রম হবে না।

আঁখি আলমগীরচার: আগেও ভোট দিয়েছেন, অভিজ্ঞতা কেমন?

আঁখি আলমগীর: অভিজ্ঞতা হলো আমার ভোট আমি দিতে পেরেছি সবসময়। সবাই শুধু বলে তার ভোট নাকি অন্য কেউ দিয়ে দিয়েছে। কিন্তু আমার বেলায় এমনটা এখনও ঘটেনি। ফলে অভিজ্ঞতা দারুণ। তাছাড়া কেন্দ্রে গেলে সবাই আমাকে দেখে খুশি হয়, ছবি তোলে, কেয়ার করে- এগুলো তো ভালো লাগে আসলে। ফলে ভোটের অভিজ্ঞতা বরাবরই আমার ভালো। 

পাঁচ: ভোটার হিসেবে কেন্দ্রে কেমন পরিবেশ চান এবার।

আঁখি আলমগীর: উৎসবমুখর পরিবেশ চাই। ভয়ের পরিবেশন চাই না। ভোটাররা যেন আমার মতো আনন্দ করতে আসে, সেই পরিবেশ চাই।

ছয়: আপনার পছন্দের প্রার্থীর প্রতি এবারের প্রত্যাশা কী?

আঁখি আলমগীর: প্রত্যাশা আমাদের উত্তরা আরও সুন্দর করবেন তিনি। বিশেষ করে রাস্তার কাজগুলো দ্রুত শেষ করবেন। এটুকুই প্রত্যাশা। আর কিছু চাওয়ার নাই।

সাত: আপনার এলাকায় এবার কয়জন নির্বাচন করছে। তাদের চেনেন?

আঁখি আলমগীর: অনেকেই করছেন। পারসোনালি আমি কাউকেই চিনি না। তবে এবার দেখলাম বেশ ক’জন নতুন মুখ। আমি নতুন মুখের সঙ্গে আছি। দেখা যাক।  

আঁখি আলমগীরআট: এবার বেশ ক’কজন শোবিজ তারকা প্রার্থী হয়েছেন, তাদের নিয়ে কিছু বলার আছে?

আঁখি আলমগীর: মনে করি যারা প্রার্থী হয়েছেন, তারা ভালো করবেন। ফেসবুকে দেখলাম খুব অ্যাগ্রিসিভলি প্রচারণা করছেন তারা, যেটা খুবই পজিটিভ মনে হলো। আশা করছি তারা জয়ী হয়ে আসবেন। সবার জন্য শুভকামনা।

নয়: রাজনীতি নিয়ে আপনার কোনও ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি?

আঁখি আলমগীর: ছিলো না। এখনও নেই। এই বিষয়ে আগ্রহ বরাবরই কম।

দশ: তারকা হিসেবে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন…

আঁখি আলমগীর: ভোট আসলে আমাদের নাগরিক অধিকার। আমি মনে করি আমাদের সবারই ভোট দেওয়া জরুরি।আঁখি আলমগীর

ছবি: শিথিল রহমান