ফেরদৌস-জ্যোতিকে নিয়ে ‘জুলি’

মাত্রই সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নিলেন নায়ক ফেরদৌস। এরমধ্যে মিললো নতুন খবর। বরেণ্য নির্মাতা ছটকু আহমেদ এই তরুণ সাংসদকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা ‘জুলি’। এতে আরও থাকছেন শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা পরিচালক জ্যোতিকা জ্যোতি, রিয়াজ আহমেদ, অমিত হাসান, রাদিফা প্রমুখ। 

পরিচালনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য করেছেন ছটকু আহমেদ নিজেই।

সরাসরি চুক্তি না হলেও শিল্পী-কলাকুশলীদের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের শুরুতে দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। সিনেমায় জুলি চরিত্রে অভিনয় করবেন রাদিফা। তার মায়ের ভূমিকায় দেখা যাবে জ্যোতিকা জ্যোতিকে। এটি নির্মিত হবে আশীর্বাদ চলচ্চিত্রের ব্যানারে। শিগগিরই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান। 

‘জুলি’ প্রসঙ্গে ছটকু আহমেদ বলেন, ‘মৌলিক গল্পের এই সিনেমাটি নিয়ে টেবিল ওয়ার্ক করছি এখন। অনেক যত্ন ও বেশ সময় নিয়ে চিত্রনাট্য লিখেছি। কিশোরী জুলিকে ঘিরে কাহিনি এগিয়েছে। গল্প নিয়ে আর বিস্তারিত কিছু বলতে চাই না। শিল্পীরা কাজের প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। দ্রুতই আমরা শুটিংয়ে যাচ্ছি।’

এতে অভিনয় প্রসঙ্গে সংসদ সদস্যের মতামত পাওয়া না গেলেও অন্য অভিনেতা অমিত হাসান বলেন, ‘সিনেমাটি নিয়ে ছটকু আহমেদের সঙ্গে কথা হয়েছে। শুনেছি অনেক শিল্পী থাকছেন এতে। সবকিছু ঠিক থাকলে অভিনয় করবো।’